ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ডের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাবি প্রশাসনকে দায় স্বীকার করে পদত্যাগের দাবি জানায় ছাত্রদল নেতারা।
রোববার (১৮ মে) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে চাকসু কলার ঝুপড়ি হয়ে প্রক্টর অফিস প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে মিছিল শেষ হয়।
মিছিলের নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান ও সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন।
এ সময় নেতাকর্মীদের ‘সাম্য হত্যার বিচার চাই’, ‘বিচারের নামে টালবাহানা বন্ধ কর’, ‘দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্রদল একাট্টা’—ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, ‘ঢাবির মেধাবী ছাত্র সাম্যকে যে নির্মমভাবে হত্যা করা হয়েছে, তা আমাদের ছাত্র রাজনীতির জন্য কলঙ্ক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ড প্রমাণ করে দেশের শিক্ষাঙ্গনে শিক্ষার্থীরা নিরাপদ না, ছাত্র-ছাত্রীদের ক্যাম্পাসে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ঢাবি ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানাচ্ছি। পাশাপাশি দেশের সব শিক্ষাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে হবে। সাম্য হত্যার চারদিন পেরিয়ে গেলেও প্রশাসন এখনো নির্বিকার। দ্রুত ব্যবস্থা না নিলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
চবি ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন বলেন, ‘সাম্য হত্যায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে। শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দায় স্বীকার করে পদত্যাগের দাবি জানাই। শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের নিরাপদ পদচারণ নিশ্চিত করতে হবে।’
মন্তব্য করুন