বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৯:৩৪ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকার সরকারি সাত কলেজের প্রশাসনিক কার্যক্রম এখন থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে একটি সমন্বিত কাঠামোর আওতায় পরিচালিত হবে। এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় সাত কলেজের প্রশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস। তাকেই আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

একই সঙ্গে অধ্যাপক একেএম ইলিয়াসকেই এই অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৮ মে) এক প্রজ্ঞাপনে অধ্যাপক ইলিয়াসকে এ নিয়োগ দেয়। নতুন এ প্রশাসনের প্রধান দপ্তর থাকবে ঢাকা কলেজে।

ঢাকার সাত সরকারি কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ এবং শিক্ষক রয়েছেন এক হাজারের বেশি।

এ সাত কলেজ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে অধিভুক্তির পর থেকে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে বিলম্বসহ নানা প্রশাসনিক জটিলতায় ভুগছিল শিক্ষার্থীরা। এসব সমস্যা নিয়ে শিক্ষার্থীরা নিয়মিত আন্দোলন করে আসছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাত কলেজকে আবার আলাদা করার সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় সরকার নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নিয়েছে, যার নাম হবে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’।

নতুন এই বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হবে হাইব্রিড মডেলে- যেখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং ৬০ শতাংশ ক্লাস সশরীরে নেওয়া হবে। পাশাপাশি, প্রত্যেকটি কলেজে আগের মতো সব বিষয় না রেখে, অনুষদভিত্তিক ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে।

উদাহরণস্বরূপ, সরকারি তিতুমীর কলেজে হতে পারে ব্যবসায় শিক্ষা অনুষদের ক্লাস। অন্যান্য কলেজেও একইভাবে নির্দিষ্ট অনুষদের শ্রেণি নেওয়া হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের প্রশাসনিক বিশৃঙ্খলা ও শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্য আর চলবে না : আল-খামেনি

মানবতাবিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য, জামায়াতের অবস্থান

সাম্য হত্যার প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

নারায়ণগঞ্জে সাংবাদিক জিসানের মুক্তি দাবি

জমি নিয়ে বিরোধে যুবক খুন

অবৈধভাবে বাগদা রেনু শিকার, শত কোটি টাকার বাণিজ্য

শিক্ষার্থীদের ধাওয়ায় আহত যুবলীগ নেতা পেলেন জুলাই যোদ্ধার অনুদান

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেডের অত্যাধুনিক কারখানার উদ্বোধন

যমুনার তীরে বেওয়ারিশ জাহাজ, চুরির অভিযোগে মামলা

১০

‘জাতীয় নির্বাচন বিলম্বিত করে দেশকে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে’

১১

একটি সম্পর্ক থামাতে গাজায় ৫৩ হাজার ফিলিস্তিনি নিহত

১২

রাণীশংকৈলে কালবৈশাখী ঝড়, ব্যাপক ক্ষয়ক্ষতি

১৩

দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে ওয়েবিনার অনুষ্ঠিত

১৪

রমেকে নার্সেস স্টেশন অবরুদ্ধ করে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

১৫

ইনশাআল্লাহ তারেক রহমান দেশে ফিরে নেতৃত্ব দেবেন : মোস্তফা জামান

১৬

‘পুঁজিবাজারকে শক্তিশালী অবস্থানে উন্নীত করতে চায় সরকার’

১৭

ঢাবি উপাচার্য ও প্রক্টরকে ধন্যবাদ জানালেন সাম্যের বড় ভাই

১৮

থানায় এসে ভুয়া অতিরিক্ত ডিআইজি আটক

১৯

প্রায় ২ কোটি মানুষের আর্থিক উন্নয়নে ভূমিকা স্ট্যান্ডার্ড চার্টার্ডের

২০
X