বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৯:৩৪ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকার সরকারি সাত কলেজের প্রশাসনিক কার্যক্রম এখন থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে একটি সমন্বিত কাঠামোর আওতায় পরিচালিত হবে। এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় সাত কলেজের প্রশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস। তাকেই আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

একই সঙ্গে অধ্যাপক একেএম ইলিয়াসকেই এই অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৮ মে) এক প্রজ্ঞাপনে অধ্যাপক ইলিয়াসকে এ নিয়োগ দেয়। নতুন এ প্রশাসনের প্রধান দপ্তর থাকবে ঢাকা কলেজে।

ঢাকার সাত সরকারি কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ এবং শিক্ষক রয়েছেন এক হাজারের বেশি।

এ সাত কলেজ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে অধিভুক্তির পর থেকে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে বিলম্বসহ নানা প্রশাসনিক জটিলতায় ভুগছিল শিক্ষার্থীরা। এসব সমস্যা নিয়ে শিক্ষার্থীরা নিয়মিত আন্দোলন করে আসছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাত কলেজকে আবার আলাদা করার সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় সরকার নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নিয়েছে, যার নাম হবে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’।

নতুন এই বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হবে হাইব্রিড মডেলে- যেখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং ৬০ শতাংশ ক্লাস সশরীরে নেওয়া হবে। পাশাপাশি, প্রত্যেকটি কলেজে আগের মতো সব বিষয় না রেখে, অনুষদভিত্তিক ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে।

উদাহরণস্বরূপ, সরকারি তিতুমীর কলেজে হতে পারে ব্যবসায় শিক্ষা অনুষদের ক্লাস। অন্যান্য কলেজেও একইভাবে নির্দিষ্ট অনুষদের শ্রেণি নেওয়া হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের প্রশাসনিক বিশৃঙ্খলা ও শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

শিক্ষক দিবসে ক্যানসারে নিভল ‘জালাল স্যারের’ প্রাণ

জিম্মিদের মুক্তি নিয়ে ইসরায়েলকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বার্তা

সুপ্রিম কোর্টে ভোট ডাকাতি : আবু সাইদ সাগর কারাগারে 

শেষ ম্যাচে আফগানদের ১৪৩ রানে থামাল বাংলাদেশ

ইসলামকে যথাযথভাবে ও পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে : জামায়াত আমির

মুলা-বেগুন মার্কা নির্বাচন কমিশনের রুচিবোধের প্রকাশ : সারজিস

রাষ্ট্রের উন্নয়নে ধানের শীষকে জয়যুক্ত করতে হবে : শিমুল বিশ্বাস 

নির্বাচনের দিন গণভোট চায় বিএনপি-এনসিপি, জামায়াত চায় আগে

সড়ক দুর্ঘটনায় জামায়াত নেতা নিহত

১০

তারেক রহমানের পক্ষ থেকে কৃষকদের মাঝে সার বিতরণ

১১

চার জেলায় বন্যার আশঙ্কা

১২

মির্জা গালিবের হার্ভার্ডে নিয়োগ নিয়ে যা জানা গেল

১৩

কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনা, চিকিৎসাধীন একজনের মৃত্যু

১৪

শিক্ষার বিস্তারে হাওরে শিশুদের জন্য স্কুল প্রতিষ্ঠা করা হবে : মাহবুবুর রহমান

১৫

গ্রেপ্তারের সময় পুলিশকে যা দেখাতে হবে

১৬

এবার পদ্মা সেতু ব্লকেডের হুঁশিয়ারি

১৭

চাকসু নির্বাচন / ছুটির পর প্রচারে জমজমাট চবি ক্যাম্পাস

১৮

তিস্তার পাড়ে রেড অ্যালার্ট

১৯

ডেঙ্গু পরীক্ষা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধ

২০
X