বাঙলা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০৯:৩৪ পিএম
আপডেট : ১৮ মে ২০২৫, ০৯:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সাত কলেজে নতুন প্রশাসক, প্রধান দপ্তর ঢাকা কলেজে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ঢাকার সরকারি সাত কলেজের প্রশাসনিক কার্যক্রম এখন থেকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তত্ত্বাবধানে একটি সমন্বিত কাঠামোর আওতায় পরিচালিত হবে। এই অন্তর্বর্তীকালীন ব্যবস্থায় সাত কলেজের প্রশাসক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ঢাকা কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ অধ্যাপক একেএম ইলিয়াস। তাকেই আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

একই সঙ্গে অধ্যাপক একেএম ইলিয়াসকেই এই অন্তর্বর্তী প্রশাসনের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৮ মে) এক প্রজ্ঞাপনে অধ্যাপক ইলিয়াসকে এ নিয়োগ দেয়। নতুন এ প্রশাসনের প্রধান দপ্তর থাকবে ঢাকা কলেজে।

ঢাকার সাত সরকারি কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। এসব কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় দুই লাখ এবং শিক্ষক রয়েছেন এক হাজারের বেশি।

এ সাত কলেজ আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল। ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারি এগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। তবে অধিভুক্তির পর থেকে পরীক্ষা গ্রহণ ও ফল প্রকাশে বিলম্বসহ নানা প্রশাসনিক জটিলতায় ভুগছিল শিক্ষার্থীরা। এসব সমস্যা নিয়ে শিক্ষার্থীরা নিয়মিত আন্দোলন করে আসছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এই সাত কলেজকে আবার আলাদা করার সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় সরকার নতুন একটি পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের উদ্যোগ নিয়েছে, যার নাম হবে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’।

নতুন এই বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হবে হাইব্রিড মডেলে- যেখানে ৪০ শতাংশ ক্লাস অনলাইনে এবং ৬০ শতাংশ ক্লাস সশরীরে নেওয়া হবে। পাশাপাশি, প্রত্যেকটি কলেজে আগের মতো সব বিষয় না রেখে, অনুষদভিত্তিক ক্লাস চালুর পরিকল্পনা রয়েছে।

উদাহরণস্বরূপ, সরকারি তিতুমীর কলেজে হতে পারে ব্যবসায় শিক্ষা অনুষদের ক্লাস। অন্যান্য কলেজেও একইভাবে নির্দিষ্ট অনুষদের শ্রেণি নেওয়া হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের প্রশাসনিক বিশৃঙ্খলা ও শিক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমিকদের স্বার্থে পাঁচ দফা বাস্তবায়নের আহ্বান শেখ বাবলুর

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মীদের নিয়োগবিধি বাস্তবায়নের দাবি

তারাগঞ্জের কালেক্টরেট বামনদিঘি ইকোপার্ক

ইরাকের সরকার গঠনে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক করল যুক্তরাষ্ট্র

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা

আগামী সপ্তাহের মধ্যে ইউক্রেনকে শান্তি পরিকল্পনা মানতে হবে: ট্রাম্প

ভেড়ামারায় দুর্বৃত্তের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

রুয়েট প্রাক্তন ছাত্রদল অ্যাসোসিয়েশন সভাপতি তুষার, সম্পাদক হাবীব

ভূমিকম্পে শিশু উন্নয়ন কেন্দ্রে ৪১ জন আহত

ক্যারিয়ার শেষে কত উইকেট চান জানালেন তাইজুল

১০

 ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে রাজউকের তাৎক্ষণিক পরিদর্শন

১১

মেসিকে ফিরিয়ে আনার ব্যাপারে যা বললেন ফ্লিক

১২

গৌহাটি টেস্টের আগে ভারত শিবিরে দুঃসংবাদ

১৩

শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

এই প্রজন্মে অন্ধ আনুগত্য, ভাই পলিটিক্স চলবে না : শিবির সভাপতি

১৫

নাটকীয় জয়ের পরও নিজের ভুলে হতবাক আকবর

১৬

স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান : প্রধান উপদেষ্টা

১৭

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সড়ক অবরোধ 

১৮

ভূমিকম্পে ছেলের পর এবার চিকিৎসাধীন বাবার মৃত্যু

১৯

তারেক রহমানের জন্মদিনে ৫ হাজার মানুষকে উপহার দিলেন যুবদল নেতা

২০
X