সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপকের ওপর হামলার ঘটনায় রাসেল আহমেদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আসামি রাসেল আহমেদ (৩০) সিলেট কোতোয়ালি থানার নেহারিপাড়ার মৃত আব্দুর রকিবের ছেলে।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা এডিসি সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার (১৮ মে) রাত সাড়ে ৮টার দিকে সিলেটের আখালিয়ার এলাকায় বিশ্ববিদ্যালয়ের পিএমই বিভাগের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলামের গাড়ির বাম্পারের সঙ্গে রাসেলের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। উত্তেজিত হয়ে রাসেল অধ্যাপককে হেনস্তা, মারধর ও গাড়ি ভাঙচুরসহ অশোভন আচরণ করে। এ ছাড়া তিনি অধ্যাপককে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করেন।
পরে আহত অধ্যাপককে হাসপাতালে ভর্তি করানো হয়। কোতোয়ালি মডেল থানা পুলিশের তৎপরতায় রাসেল আহমেদকে রাতে আটক করা হয়। পরে অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।
উল্লেখ্য, ঘটনার প্রতিবাদে রোববার রাতে সিলেট-সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মন্তব্য করুন