ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীদের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নারী শিক্ষার্থীদের জন্য ৩টি হলে দুই শিফটে নিয়মিত দায়িত্ব পালন করবেন প্রক্টরিয়াল টিমের দুজন করে সদস্য। পাশাপাশি জরুরি মুহূর্তে সহায়তা পেতে থাকবে হটলাইন নম্বর।
সোমবার (১৯ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও শিক্ষার্থীদের চলাফেরা নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে বৈঠকটির আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে ৯টা ও সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত ও চলাফেরা নির্বিঘ্ন করতে কবি সুফিয়া কামাল হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে প্রতি শিফটে দুজন করে প্রক্টরিয়াল টিমের সদস্য নিয়মিত দায়িত্ব পালন করবেন।
একইসঙ্গে প্রক্টর অফিসের একটি মোবাইল নম্বর তিন হলের ফটকে দেওয়া থাকবে। প্রয়োজনে ছাত্রীরা সেই নম্বরে যোগাযোগ করেও প্রক্টর অফিসের সহায়তা নিতে পারবেন। এদিকে এই তিন হলের সামনে পুলিশের টহল গাড়ি দেওয়ার জন্যও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিগগিরই চিঠি দিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়াও, প্রক্টরিয়াল টিমকে আধুনিকায়নের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তাদের জন্য নতুন যানবাহনের ব্যবস্থা করা হবে। ভাসমান ও ভবঘুরে লোকদের উচ্ছেদে তল্লাশি অভিযান আরও জোরদার করা হবে। সেই সঙ্গে বহিরাগত নিয়ন্ত্রণে অভিযান চলমান থাকবে বলে সিদ্ধান্ত হয়।
বৈঠকে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। তা সত্ত্বেও ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে আমরা আরও কঠোর পদক্ষেপ নিচ্ছি। এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করছি।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদসহ সহকারী প্রক্টররা বৈঠকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন