শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৫, ১১:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

শাবি প্রেসক্লাবের ২০ তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত

শাবি প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত। ছবি : কালবেলা
শাবি প্রেসক্লাবের ২০তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠিত। ছবি : কালবেলা

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব’র ২০ তম কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ সময় ১৯ তম কার্যনির্বাহী কমিটি তাদের দায়িত্ব হস্তান্তর করে।

মঙ্গলবার (২০ মে) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়। শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম আহমদ শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে শাবি প্রেসক্লাবের ২০ তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন শাবি প্রেসক্লাব নির্বাচন- ২০২৫ এর নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। এরপর ১৯তম কার্যনির্বাহী পরিষদের সহসভাপতি রাহাত হাসান মিশকাত ও সাধারণ সম্পাদক হাসান নাঈম নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. এছাক মিয়া এবং সহকারী প্রক্টর অধ্যাপক ড. বেলাল হোসেন শিকদার।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সব সময় শাবি প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয় দেশসহ দেশের বাইরে প্রচারে তাদের ভূমিকা অনস্বীকার্য। আমি বিশ্বাস করি শাবি প্রেসক্লাব তাদের এই ধারাবাহিকতা বজায় রেখে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবে।

সভাপতির বক্তব্যে শাবি প্রেসক্লাবের সভাপতি জুবায়েদুল হক রবিন বলেন, সাংবাদিকতা শুধু খবর প্রকাশ করা নয় এটি দায়িত্ব, এটি সাহস, এটি সত্য অনুসন্ধানের এক অনন্য মাধ্যম। সাংবাদিক শুধুমাত্র সংবাদ পরিবেশন নয় পাশাপাশি সমাজের নানান অসঙ্গতি তুলে ধরেন, ন্যায়-অন্যায়ের মাঝে পার্থক্য স্পষ্ট করেন এবং জনমত তৈরি করেন। বিশ্ববিদ্যালয় সাংবাদিকরাও একই দায়িত্ব পালন করে চলেছেন।

তিনি বলেন, শাবি প্রেসক্লাবের সাংবাদিকরা সবসময় বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে এসেছে। বিশ্ববিদ্যালয়ে কোনো ইতিবাচক অর্জন হোক বা কোনো অনিয়ম, আমরা সবসময় তা নিরপেক্ষভাবে উপস্থাপন করেছি। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনসহ সব সেক্টরের সঙ্গে গঠনমূলক সম্পর্ক বজায় রেখে কাজ করি, যাতে করে আমাদের প্রতিবেদনগুলো শুধু সমালোচনা নয়, সমাধানের পথও দেখায়। বিগত সময়গুলোর মতো ভবিষ্যতেও আমাদের এ ধারা অব্যাহত থাকবে।

এ ছাড়া অভিষেক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের শিক্ষক, বিভিন্ন হলের প্রভোস্ট, প্রক্টরিয়াল বডির সদস্য, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক সমিতির নেতা, কর্মকর্তা সমিতির নেতা ও কর্মচারী সংগঠনগুলোর নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সিলেটের বিভিন্ন পত্রিকার সাংবাদিক, শাবি প্রেসক্লাবের সাবেক ও বর্তমান নেতা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্বেচ্ছাসেবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

১০

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১১

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১২

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১৩

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৪

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

১৫

হাসনাতকে ‌‘ফকিন্নির বাচ্চা’ বললেন রুমিন ফারহানা

১৬

বিজিবির কাছে ৫ বাংলাদেশিকে হস্তান্তর করল বিএসএফ

১৭

চুরির অভিযোগ, গণপিটুনিতে যুবক নিহত

১৮

সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি : ড. কামাল হোসেন

১৯

রাকসু নির্বাচনে ভোটাধিকারের দাবিতে নবীন শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X