গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির আয়োজনে ‘শোকে-শক্তিতে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনাসভা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুর ২টার দিকে বশেমুরবিপ্রবি একাডেমিক ভবনের উত্তর গেটসংলগ্ন স্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ স্বজনদের স্মরণ এবং জাতীয় শোক দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।
এতে শিক্ষক সমিতির সহসভাপতি ফায়েকুজ্জামান মিয়ার সঞ্চালনায় সভাপতি সালেহ আহম্মেদ সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম।
বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. একিউএম মাহবুব, টুঙ্গিপাড়া থানা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবির রেজিস্ট্রার মো. দলিলুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেন।
বঙ্গবন্ধুকে স্মরণ করে শেখ ফজলে ফাহিম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের যে স্বপ্ন দেখিয়েছেন, আমরা পুরোপুরি সেখানে পৌঁছাতে পারিনি। আমাদের আরও সুব্যস্থাপনার প্রয়োজন।’
বশেমুরবিপ্রবির উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালির চেতনা। আমরা বাঙালিরা সেই ১৫ আগস্টের বর্বরতার সাক্ষী। সেদিন আমাদের সব থেকে বড় সম্পদ জাতির পিতাকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিল।’
তিনি আরও বলেন, ‘সামনে আমাদের কঠিন সময় আসছে। এ সময়ে আমাদের সবাইকে এক জোট হয়ে লড়তে হবে। সবাই মিলে দেশ গড়তে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী বানাতে হবে।’
শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহম্মেদ বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করতে হবে। জাতির পিতার আদর্শে এবং শেখ হাসিনার সহায়তায় আমাদেরকে একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।’
মন্তব্য করুন