কুবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

কুবির কর্মচারীকে ছাত্রদল নেতার বেধড়ক পিটুনি

কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান। ছবি : সংগৃহীত
কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনে নবনিযুক্ত এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে রেজিস্ট্রার দপ্তরে গিয়ে ওই কর্মচারীকে প্রকাশ্যে মারধর করেন তিনি।

ভুক্তভোগী কর্মচারী সদ্য নিয়োগপ্রাপ্ত হয়ে কার্য সহকারী পদে ওই দিনই কাজে যোগ দেন। অপরদিকে অভিযুক্ত মেহেদী হাসান নিজেও বিশ্ববিদ্যালয়ে হিসাবরক্ষক পদের চাকরির জন্য আবেদন করেছিলেন। বর্তমানে তিনি আইএফআইসি ব্যাংকের একজন কর্মকর্তা হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভর অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মেহেদী হাসান ভুক্তভোগী কর্মচারীকে কল দিয়ে দেখা করতে বলেন। তিনি কাজের ব্যস্ততায় দেখা না করায় বিকেলে প্রশাসনিক ভবনে ঢুকে ‘তুই আজাদ?’ প্রশ্ন করে সঙ্গে সঙ্গে মারধর শুরু করেন। এ সময় ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশারও উপস্থিত ছিলেন। অফিস শেষে বাড়ি ফেরার পথে বিশ্ববিদ্যালয় গেটের বাইরে ফের তাকে আটকে রাখে অভিযুক্ত হাসান ও তার অনুসারীরা।

এ ঘটনার নেপথ্যে রয়েছে নিয়োগ বাণিজ্যের অভিযোগ। অভিযোগ উঠেছে, বিএনপিপন্থী শিক্ষক ও কর্মকর্তাদের মাধ্যমে ছাত্রদল নেতা মেহেদী হাসান দীর্ঘদিন ধরে নিয়োগে তদবির করে আসছিলেন। অভিযুক্ত পদটি পাওয়ার জন্য নাকি অর্থ লেনদেনও হয়েছিল, কিন্তু শেষপর্যন্ত চাকরি না পাওয়ায় ক্ষোভ থেকেই এ হামলা।

কুবি ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক আতিকুর বলেন, আমি বিষয়টি জানতাম না। তবে সত্যি হয়ে থাকলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের আদর্শের পরিপন্থি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ কারো গায়ে হাত তুলতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসান মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, আমি কল দিয়েছিলাম, দেখা করতে বলেছিলাম। সে মিথ্যা কথা বলে ফোন কেটে দেয়, পরে ফোন বন্ধ করে রাখে। এতে রাগে গিয়ে তাকে এক থাপ্পড় মারি।

এ বিষয়ে কুবি ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, এটি অপ্রত্যাশিত ও শাস্তিযোগ্য অপরাধ। আমি সভাপতিকে বিষয়টি জানাব।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রত্ব না থাকা কারো প্রবেশ এবং হামলার বিষয়ে প্রশ্ন উঠলেও এখনো প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী আমাকে ফোন করে জানিয়েছেন। আমি তাকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠলেও তার বিচার হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈষম্যবিরোধী নেতার বিরুদ্ধে ‘চাঁদাবাজির’ অভিযোগ

এবার সন্তানের গলায় ছুরি ধরে মাকে সংঘবদ্ধ ধর্ষণ

প্রাথমিকের শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

২ বিলিয়ন ডলার কেলেঙ্কারি, যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার ভারতের নেহাল মোদি

ফ্যাসিবাদের দোসররা এখনো স্বাস্থ্যখাতের গুরুত্বপূর্ণ পদে রয়েছেন : ডা. রফিক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কড়া বার্তা 

জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশ কবে

বিইউবিটিতে ‘রকেট অ্যাডভেঞ্চার ডে’ সফলভাবে অনুষ্ঠিত

শেখ হাসিনা ক্রীড়াঙ্গনকেও কলুষিত করেছে : হাফিজ

মাভাবিপ্রবির দুই শিক্ষার্থীকে বহিষ্কার

১০

ক্রোম ব্রাউজারে ভয়ংকর ত্রুটির সন্ধান, যেভাবে রাখতে হবে নিরাপদ

১১

ইরান ত্যাগ করলেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষকরা

১২

ফের পঞ্চগড় দিয়ে ১৫ জনকে বিএসএফের পুশইন

১৩

সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু

১৪

লাশ নিয়ে বাড়ি ফেরার পথে প্রাণ গেল ২ স্বজনের

১৫

জাতীয় বৃক্ষমেলায় আলী-জাহান এগ্রোর বর্ণাঢ্য অংশগ্রহণ

১৬

গাজার নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে কী আছে?

১৭

শাহবাগে আসিফ নজরুলের প্রতীকী কফিন নিয়ে মিছিল

১৮

বিয়ের কথা বলে বাড়িতে ডেকে নিল প্রেমিক, অতঃপর...

১৯

৪০ মিনিটেই তুর্কমেনিস্তানের জালে বাঘিনীদের ৭ গোল 

২০
X