কুবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

কুবির কর্মচারীকে ছাত্রদল নেতার বেধড়ক পিটুনি

কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান। ছবি : সংগৃহীত
কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনে নবনিযুক্ত এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে রেজিস্ট্রার দপ্তরে গিয়ে ওই কর্মচারীকে প্রকাশ্যে মারধর করেন তিনি।

ভুক্তভোগী কর্মচারী সদ্য নিয়োগপ্রাপ্ত হয়ে কার্য সহকারী পদে ওই দিনই কাজে যোগ দেন। অপরদিকে অভিযুক্ত মেহেদী হাসান নিজেও বিশ্ববিদ্যালয়ে হিসাবরক্ষক পদের চাকরির জন্য আবেদন করেছিলেন। বর্তমানে তিনি আইএফআইসি ব্যাংকের একজন কর্মকর্তা হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভর অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মেহেদী হাসান ভুক্তভোগী কর্মচারীকে কল দিয়ে দেখা করতে বলেন। তিনি কাজের ব্যস্ততায় দেখা না করায় বিকেলে প্রশাসনিক ভবনে ঢুকে ‘তুই আজাদ?’ প্রশ্ন করে সঙ্গে সঙ্গে মারধর শুরু করেন। এ সময় ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশারও উপস্থিত ছিলেন। অফিস শেষে বাড়ি ফেরার পথে বিশ্ববিদ্যালয় গেটের বাইরে ফের তাকে আটকে রাখে অভিযুক্ত হাসান ও তার অনুসারীরা।

এ ঘটনার নেপথ্যে রয়েছে নিয়োগ বাণিজ্যের অভিযোগ। অভিযোগ উঠেছে, বিএনপিপন্থী শিক্ষক ও কর্মকর্তাদের মাধ্যমে ছাত্রদল নেতা মেহেদী হাসান দীর্ঘদিন ধরে নিয়োগে তদবির করে আসছিলেন। অভিযুক্ত পদটি পাওয়ার জন্য নাকি অর্থ লেনদেনও হয়েছিল, কিন্তু শেষপর্যন্ত চাকরি না পাওয়ায় ক্ষোভ থেকেই এ হামলা।

কুবি ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক আতিকুর বলেন, আমি বিষয়টি জানতাম না। তবে সত্যি হয়ে থাকলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের আদর্শের পরিপন্থি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ কারো গায়ে হাত তুলতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসান মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, আমি কল দিয়েছিলাম, দেখা করতে বলেছিলাম। সে মিথ্যা কথা বলে ফোন কেটে দেয়, পরে ফোন বন্ধ করে রাখে। এতে রাগে গিয়ে তাকে এক থাপ্পড় মারি।

এ বিষয়ে কুবি ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, এটি অপ্রত্যাশিত ও শাস্তিযোগ্য অপরাধ। আমি সভাপতিকে বিষয়টি জানাব।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রত্ব না থাকা কারো প্রবেশ এবং হামলার বিষয়ে প্রশ্ন উঠলেও এখনো প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী আমাকে ফোন করে জানিয়েছেন। আমি তাকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠলেও তার বিচার হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মদ পানে মহা সর্বনাশ, ৬ জনের মৃত্যু

বড় ভাই মির্জা ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন মির্জা ফয়সল

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

মা ইলিশ রক্ষায় বিমান বাহিনীর হেলিকপ্টার টহল

ন্যাশনাল পিপলস যুব পার্টির মাদকবিরোধী আলোচনা সভা

নিউমার্কেটে চুরির কাজে ব্যবহৃত সরঞ্জাম, নগদ টাকাসহ গ্রেপ্তার ১

আন্দোলনরত শিক্ষকদের ছত্রভঙ্গ করায় ছাত্রশিবিরের নিন্দা

শিক্ষকদের আন্দোলন নিয়ে ইউনিভার্সিটি টিচার্স লিংকের বিবৃতি

কক্সবাজার আদালতে বিচারকের মোবাইল-মানিব্যাগ চুরি

পাঠ্যপুস্তক ছাপার দায়িত্ব হস্তান্তর ‘মাথাব্যথায় মাথা কাটার মতো সিদ্ধান্ত’ : টিআইবি

১০

বিশ্বকাপে ইতিহাস গড়ে ভারতকে হারাল অস্ট্রেলিয়া

১১

মৌসুমি বায়ুসহ আগামী ৪ দিনের আবহাওয়ার পূর্বাভাস

১২

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা

১৩

এবার উপদেষ্টাদের নিয়ে মুখ খুললেন সামান্তা শারমিন

১৪

ঢাকায় আসছেন জাকির নায়েক

১৫

ছক্কা মেরে ইতিহাস গড়লেন স্মৃতি মান্ধানা!

১৬

উপদেষ্টা রিজওয়ানাকে এনসিপি নেতার হুঁশিয়ারি

১৭

একটি দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় : কফিল উদ্দিন 

১৮

চাকসু নির্বাচনে নতুন প্রত্যয়ে ছাত্রদল

১৯

বন্দর ব্যবসায়ী নেতারা / মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত চট্টগ্রাম বন্দর বন্ধের ষড়যন্ত্রের অংশ

২০
X