বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
কুবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ০৪:১১ পিএম
অনলাইন সংস্করণ

কুবির কর্মচারীকে ছাত্রদল নেতার বেধড়ক পিটুনি

কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান। ছবি : সংগৃহীত
কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান। ছবি : সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রশাসনিক ভবনে নবনিযুক্ত এক কর্মচারীকে মারধরের অভিযোগ উঠেছে কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসানের বিরুদ্ধে। বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে রেজিস্ট্রার দপ্তরে গিয়ে ওই কর্মচারীকে প্রকাশ্যে মারধর করেন তিনি।

ভুক্তভোগী কর্মচারী সদ্য নিয়োগপ্রাপ্ত হয়ে কার্য সহকারী পদে ওই দিনই কাজে যোগ দেন। অপরদিকে অভিযুক্ত মেহেদী হাসান নিজেও বিশ্ববিদ্যালয়ে হিসাবরক্ষক পদের চাকরির জন্য আবেদন করেছিলেন। বর্তমানে তিনি আইএফআইসি ব্যাংকের একজন কর্মকর্তা হলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভর অনুসারী হিসেবে রাজনীতিতে সক্রিয়।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মেহেদী হাসান ভুক্তভোগী কর্মচারীকে কল দিয়ে দেখা করতে বলেন। তিনি কাজের ব্যস্ততায় দেখা না করায় বিকেলে প্রশাসনিক ভবনে ঢুকে ‘তুই আজাদ?’ প্রশ্ন করে সঙ্গে সঙ্গে মারধর শুরু করেন। এ সময় ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশারও উপস্থিত ছিলেন। অফিস শেষে বাড়ি ফেরার পথে বিশ্ববিদ্যালয় গেটের বাইরে ফের তাকে আটকে রাখে অভিযুক্ত হাসান ও তার অনুসারীরা।

এ ঘটনার নেপথ্যে রয়েছে নিয়োগ বাণিজ্যের অভিযোগ। অভিযোগ উঠেছে, বিএনপিপন্থী শিক্ষক ও কর্মকর্তাদের মাধ্যমে ছাত্রদল নেতা মেহেদী হাসান দীর্ঘদিন ধরে নিয়োগে তদবির করে আসছিলেন। অভিযুক্ত পদটি পাওয়ার জন্য নাকি অর্থ লেনদেনও হয়েছিল, কিন্তু শেষপর্যন্ত চাকরি না পাওয়ায় ক্ষোভ থেকেই এ হামলা।

কুবি ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ক আতিকুর বলেন, আমি বিষয়টি জানতাম না। তবে সত্যি হয়ে থাকলে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে। এটা আমাদের আদর্শের পরিপন্থি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম ভূঁইয়া বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ কারো গায়ে হাত তুলতে পারে না। প্রশাসনের উচিত দ্রুত ও কঠোর ব্যবস্থা নেওয়া।

এ বিষয়ে অভিযুক্ত মেহেদী হাসান মারধরের বিষয়টি স্বীকার করে বলেন, আমি কল দিয়েছিলাম, দেখা করতে বলেছিলাম। সে মিথ্যা কথা বলে ফোন কেটে দেয়, পরে ফোন বন্ধ করে রাখে। এতে রাগে গিয়ে তাকে এক থাপ্পড় মারি।

এ বিষয়ে কুবি ছাত্রদলের সদস্য সচিব মুস্তাফিজুর রহমান শুভ বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বলেন, এটি অপ্রত্যাশিত ও শাস্তিযোগ্য অপরাধ। আমি সভাপতিকে বিষয়টি জানাব।

বিশ্ববিদ্যালয়ের ভেতরে ছাত্রত্ব না থাকা কারো প্রবেশ এবং হামলার বিষয়ে প্রশ্ন উঠলেও এখনো প্রশাসনিকভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তবে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ভুক্তভোগী আমাকে ফোন করে জানিয়েছেন। আমি তাকে লিখিত অভিযোগ দিতে বলেছি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠলেও তার বিচার হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১০

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১১

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১২

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১৩

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৪

কে এই তামিম রহমান?

১৫

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৬

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৭

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

১৮

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

১৯

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

২০
X