কুবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৩:০৬ পিএম
অনলাইন সংস্করণ

পিলার নির্মাণের ৫ বছরেও তৈরি হয়নি আবাসিক হলের গেট 

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের গেট নির্মাণ করার কথা থাকলেও দাঁড়িয়েছে আছে শুধু দুটি পিলার। ছবি : কালবেলা
কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের গেট নির্মাণ করার কথা থাকলেও দাঁড়িয়েছে আছে শুধু দুটি পিলার। ছবি : কালবেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের রাস্তা নির্মাণের সময় দুপাশে পিলার নির্মাণের পাঁচ বছর পার হলেও এখনো দৃশ্যমান হয়নি আবাসিক হলের গেট। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন কর্মকাণ্ডে নিরাপত্তাহীনতায় ভুগছেন শিক্ষার্থীরা। পাশাপাশি বিষয়টি দৃষ্টিকটু দেখা যায় বলে জানিয়েছে তারা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

খোঁজ নিয়ে জানা যায়, ২০১৭ সালে শেখ হাসিনা হলের নির্মাণ প্রকল্প হাতে নেয় প্রশাসন। কিন্তু প্রকল্পের কাজ শুরু হয় তৎকালীন দত্ত হলে প্রবেশের রাস্তার ওপর। পরে শেখ হাসিনা হলের বাজেট থেকে এই রাস্তা ও গেট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়।

তখন প্রায় ১০০ ফিট রাস্তার জন্য ২৪ লাখ ২২ হাজার টাকা ব্যয় দেখানো হয়।

কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তা নির্মিত হলেও গেটের স্থানে শুধু দুটি পিলার রয়েছে। বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নির্মাণ প্রকল্প থেকে হলের রাস্তা নির্মাণের বাজেট নির্ধারণ করায় এই জটিলতা তৈরি হয়েছে বলে জানা গেছে।

এদিকে আবাসিক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের এই হল প্রতিষ্ঠাকাল থেকে নির্মিত হলেও আমরা একটা গেট পায়নি। যার কারণে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতায় ভুগতে হয় আমাদের। এমনকি রাত বিরাতে বহিরাগতরা হলের দিকে ঢুকে পড়ে।

এ বিষয়ে ইঞ্জিনিয়ারিং দপ্তরের প্রধান নির্বাহী এস এম শহীদুল ইসলাম বলেন, হল কর্তৃপক্ষকে একটা রিকুইজিশন দিতে হবে। যদি হল কর্তৃপক্ষ চায়, তাহলে বিশ্ববিদ্যালয় থেকে আমাদের দায়িত্ব দেবে। তখন বিষয়টা নিয়ে আমরা এগোতে পারব। কিন্তু স্বেচ্ছায় আমরা কোনো কাজের বিষয়ে বলতে পারি না। বিভিন্ন স্টক হোল্ডার থেকে চাহিদা আসলে সেটা আমরা ফাইল আকারে উপস্থাপন করে থাকি। এখন যদি না চায়, তাহলে আমাদের করার কিছু থাকে না। তবে আমাদের কাছে একটা গেটের নকশা আছে।

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, এটা অগ্রাধিকারভাবে গত অর্থবছর থেকে উপাচার্য চিন্তা করছেন। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য গেটটি খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া গেইটের ডিজাইনটা অলরেডি পাস করা আছে। আশা করা যাচ্ছে এ বছরের যে উন্নয়ন বাজেট আছে সেখান থেকে আমরা একটা বরাদ্দ পাব।

তবে এ বিষয়ে কথা বলতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে : এ্যানি

ডেঙ্গুতে প্রাণ গেল নারী চিকিৎসকের

৫টার মধ্যে ঢাবির হল খালির নির্দেশ

শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশ আনন্দদায়ক হতে হবে : গণশিক্ষা উপদেষ্টা

রাতে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

থানা ব্যারাকে এএসআইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রশাসন আমাদের কথায় উঠবে-বসবে গ্রেপ্তার করবে : শাহজাহান চৌধুরী

মারা গেলেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম

আপনি কি জানেন, কেন তালার নিচে ছোট্ট ছিদ্র থাকে?

১০

কর্তব্যরত পুলিশ সদস্যের আকস্মিক মৃত্যু

১১

‘নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন রাবির সাবেক শিক্ষার্থী

১২

পূর্বাচলে প্লট দুর্নীতি : শেখ হাসিনাসহ ১২ জনের রায় ২৭ নভেম্বর

১৩

২৪ ঘণ্টায় ৯১ ভূমিকম্প

১৪

গুমের দুই মামলায় অভিযোগ গঠনের শুনানি ৩ ও ৭ ডিসেম্বর

১৫

ছেলেটাকে খুব ছুঁয়ে দেখতে মন চায়: মাহিয়া মাহি

১৬

হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

১৭

আসবাবের যেসব রং ঘরকে সুন্দর ও আরামদায়ক দেখাবে

১৮

বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ

১৯

বড় জয়ে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

২০
X