সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুলাই ২০২৫, ০১:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

দাবি আদায়ে মহাসড়কে শিক্ষার্থীদের ক্লাস, দুর্ভোগে মানুষ

মহাসড়ক অবরোধ প্রতীকী ক্লাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
মহাসড়ক অবরোধ প্রতীকী ক্লাসে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ডিপিপি অনুমোদন ও পূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজপথে শ্রেণি কার্যক্রম পরিচালনা কর্মসূচির দ্বিতীয় দিনে ঢাকা-পাবনা মহাসড়ক অবরোধ করে দুই ঘণ্টাব্যাপী প্রতীকী ক্লাস অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১০টায় সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে মহাসড়কের ওপর বিভিন্ন বিভাগের একাধিক শ্রেণির পাঠদান কার্যক্রম পরিচালনা করা হয়। দুপুর ১২টা পর্যন্ত সম্পূর্ণ মহাসড়ক অবরোধ করে ক্লাস চালানো হয়।

এদিকে মহাসড়ক বন্ধ করে প্রতীকী ক্লাস কর্মসূচি পালন করায় পাবনার সঙ্গে ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়াসহ উত্তর-পূর্বাঞ্চলের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। শত শত যানবাহন আটকে পড়ে হাজার হাজার মানুষ দুর্ভোগে শিকার হয়। বেলা ১২টার দিকে কর্মসূচি শেষে যানচলাচল স্বাভাবিক হয়।

এদিকে একই স্থানে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্বকবির নামে আট বছর আগে প্রতিষ্ঠিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়টির সঙ্গে বিগত সরকার বৈষম্যমূলক আচরণ করেছে। আমাদের প্রতি অবিচার করা হয়েছে। দফায় দফায় ডিপিপি কমিয়েও এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রকল্পটি অনুমোদন করা হচ্ছে না। এতে আমরা হতাশ। ক্যাম্পাস না থাকায় অনেক দুর্ভোগের মধ্য দিয়ে আমাদের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। এবার ক্যাম্পাস প্রকল্পের অনুমোদন না হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে যাব না।

মানববন্ধনে ভারপ্রাপ্ত প্রক্টর নজরুল ইসলাম, সংগীত বিভাগের চেয়ারম্যান ইয়াত সিংহ শুভ, সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান জান্নাতুল মাওয়া মুন, সংগীত বিভাগের শিক্ষার্থী হৃদয় সরকার, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান ও জাকারিয়া এবং অর্থনীতি বিভাগের সুজানা প্রমুখ বক্তব্য দেন।

এ ছাড়া মানববন্ধনে বক্তরা আগামীকাল বুধবার (৩০ জুলাই) বিকেলে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঁশির বদলে গান শুনিয়ে বাড়ি থেকে ময়লা সংগ্রহের উদ্যোগ

শরীরে পেট্রল ঢেলে আগুন দেওয়া যুবকের মৃত্যু

সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক

প্রতিষ্ঠার ১৯ বছর / বিদেশে সরাসরি মাস্টার্সে ভর্তি হতে পারছেন না কুবি শিক্ষার্থীরা

সুপারসনিক বিমানের সফল পরীক্ষা, কী আছে এতে

ঘরে মুরগির মাংস দেখে সেজদায় লুটিয়ে পড়ল শিশু

ব্রাজিলে মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, কী হচ্ছে সেখানে

রাজধানীতে আজ কোথায় কী

আজ ৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

তিস্তা নদী রক্ষার দাবিতে শিক্ষার্থীদের ব্যতিক্রমী ফ্ল্যাশ মব

১০

পুলিশকে মারধর করে হাতকড়াসহ পালানো সেই আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

গাজায় হামলা থামেনি, শতাধিক নিহত

১২

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৩

মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি যাওয়ায় পায়ে শিকল বেঁধে শিশুর পাঠদান

১৪

মধুপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আটক

১৫

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৬

৩০ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

১৭

চট্টগ্রামে বর্জ্য থেকেই তৈরি হবে গ্রিন ডিজেল ও অ্যাভিয়েশন ফুয়েল

১৮

রাজধানীতে আ.লীগ নেতা মানিক দর্জি গ্রেপ্তার

১৯

বিএনপি ক্ষমতায় গেলে চাঁদাবাজি-দুঃশাসনমুক্ত দেশ গড়বে : কফিল উদ্দিন

২০
X