জবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫, ০৫:০৯ পিএম
অনলাইন সংস্করণ

জবি কেন্দ্রীয় মসজিদে ৩০টি সুতরা উপহার দিলেন ছাত্রদল নেতা শাহরিয়ার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ৩০টি সুতরা উপহার দেন ছাত্রদল নেতা শাহরিয়ার। ছবি : কালবেলা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ৩০টি সুতরা উপহার দেন ছাত্রদল নেতা শাহরিয়ার। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় মসজিদে নামাজের সময় মুসল্লিদের জন্য একটি মৌলিক উপকরণ প্রায় ৩০টি সুতরা উপহার দিলেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল এবং সদস্য সচিব শামসুল আরেফিনের নির্দেশনায় ছাত্রদল নেতা শাহরিয়ারের উদ্যোগে এই সুতরা উপহার দেওয়া হয়।

জবির একটি মাত্র মসজিদ আছে যেখানে প্রায় একসঙ্গে ৫০০ শিক্ষার্থী নামাজ আদায় করতে পারেন। জবির এ একটি মাত্র মসজিদ থাকলেও এখানে অনেক মৌলিক উপকরণের অভাব রয়েছে, যার মধ্যে একটিও সুতরা নেই। নামাজের সময় অনেক মুসল্লি সামনের দিকে চলাফেরার কারণে মনোযোগ হারান, যা ইসলামী শরিয়তের আদবের বিরোধী। এই সুতরা বিষয়ে মসজিদের ইমাম, নিয়মিত মুসল্লি ও শিক্ষার্থীদের মধ্যেও আলোচনা হয়েছে। কিন্তু ফলপ্রসূ কোনো কাজ না হওয়ায় এবার ভিন্ন উদ্যোগ গ্রহণ করেন ছাত্রদল নেতা শাহরিয়ার।

এ ব্যাপারে এক শিক্ষার্থী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা নামাজ আদায় করেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, জবির একটি মাত্র মসজিদ থাকলেও কোনো সুতরা না থাকায় অনেক সময় অসুবিধার সৃষ্টি হতো, বিশেষ করে প্রতিদিন জোহরের নামাজ এবং জুমার দিন। আমি ধন্যবাদ জানাই ছাত্রদল নেতা শাহরিয়ার ভাইকে এমন একটি মহৎ কাজের জন্য।’

এ সম্পর্কে ছাত্রদল নেতা শাহরিয়ার বলেন, ‘মসজিদ আমাদের সবার জন্য পবিত্র স্থান। এখানে যারা নামাজ আদায় করেন, তাদের যেন কোনো অসুবিধা না হয়, সেটাই আমাদের দায়িত্ব। সুতরার অভাব অনেকদিন ধরে ছিল, তাই আমি মনে করেছি এই ছোট উদ্যোগ হয়তো মুসল্লিদের উপকারে আসবে।’

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘ছাত্রদল শুধু রাজনৈতিক কর্মকাণ্ডেই নয়, সামাজিক ও ধর্মীয় কল্যাণমূলক কাজেও সক্রিয়। শাহরিয়ারের এই পদক্ষেপ সত্যিই প্রশংসনীয়। আমরা চাই সবাই এমন উদ্যোগে উৎসাহিত হোক।’

সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, ‘মসজিদে সুতরার অভাব ছিল একটি বাস্তব সমস্যা। শাহরিয়ার ভাইয়ের এই অবদান মুসল্লিদের জন্য বড় উপকারে আসবে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি কল্যাণমূলক কাজে পাশে থাকব, সেটা ধর্মীয় হোক বা সামাজিক।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাঁসের মাংস থেকে দূরে থাকবেন যারা

ধানমন্ডি ৩২ নম্বরে এসে যুবকের ভিডিও কল, আ.লীগ সন্দেহে গণপিটুনি

আগস্টের প্রতিদিন গড়ে রেমিট্যান্স আসছে ৮ কোটি ৮০ লাখ ডলার 

জন্মাষ্টমীর শোভাযাত্রা : চট্টগ্রামে যেসব সড়কে চলতে মানা

টেকসই শান্তি প্রতিষ্ঠায় কূটনীতি ও সংহতির সমন্বয়ের আহ্বান কফিলউদ্দিনের

অবৈধভাবে বালু উত্তোলন, ৫০ হাজার টাকা জরিমানা

জাহাঙ্গীরনগরে নতুন মোড়কে ফিরছে ‘পোষ্য কোটা’

‘যারা স্বাধীন দেশ চায়নি, তাদের এখন বড় গলা’

পাথর লুটের পর ঘুম ভাঙল সবার, এখন পর্যন্ত উদ্ধার কত

রূপায়ণ সিটি উত্তরা-বায়োজিন কসমেসিউটিক্যালের মধ্যে সমঝোতা স্বাক্ষর

১০

অঝোরে কাঁদলেন শহীদ সাগরের বাবা

১১

ভয়ংকর আসামিদের পুলিশ আটক করে, বিচারকরা জামিন দিয়ে দেন : আবু হানিফ 

১২

শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষকের শাস্তির দাবি

১৩

শিক্ষকের সঙ্গে গোসলে নেমে ২ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

১৪

জন্মাষ্টমীর মহাশোভাযাত্রা শনিবার, সনাতনীদের ১০ দফা দাবি

১৫

সিলেটে চার লেন মহাসড়ক প্রকল্প বন্ধে সেলিম উদ্দিনের উদ্বেগ

১৬

গোপন বৈঠক / প্রধান আসামির দায় স্বীকার, রিমান্ডে আরও দুই ছাত্রলীগ নেতা

১৭

সাঈদীর স্মরণে লেখা আজহারীর ফেসবুক পোস্ট ‘ভাইরাল’

১৮

গোলাম আবু জাকারিয়ার ‘হ্যারল্ড জনস মেডেল’ অর্জন

১৯

ডিএমপিতে চালু হলো অনলাইন জিডি

২০
X