জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এবং বিসিএস (ক্যাডার) কর্মকর্তাদের সংগঠন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরাম (JUBOF) ২০২৫-২৬ সালের জন্য ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি গঠন করেছে।
ফোরামের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলম নিউ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সিআইডির অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান।
ঢাকা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এক সভায় ওই পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করা হয়েছে।
২০১৯ সালের ১২ জুলাই পথচলা শুরু করা জুবফের মূল উদ্দেশ্য হলো : পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তঃসম্পর্ক সুদৃঢ় করা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে অবদান রাখা। অর্থনৈতিক ও সামাজিকভাবে অনগ্রসর মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহনে বৃত্তি প্রদান। শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ার প্রসারে ভূমিকা রাখা এবং দেশ ও বিশ্ব মানবতার যে কোনো দুর্যোগে মানুষের পাশে দাঁড়ানো।
এই কমিটি আগামী এক বছরের জন্য জুবফের কার্যক্রম পরিচালনা করবে।
মন্তব্য করুন