পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫, ০৫:১৪ পিএম
অনলাইন সংস্করণ

পবিপ্রবি পরিদর্শনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান পরিদর্শনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। ছবি : কালবেলা
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিজ্ঞান পরিদর্শনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান। ছবি : কালবেলা

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ এবং তার সহধর্মিণী প্রফেসর ড. বাবুনা ফায়েজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাস পরিদর্শন করেন।

শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় পবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম ফুল দিয়ে তাদের বরণ করে নেন। এ সময় ইউজিসির অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) ড. মহিবুল আহসান তাদের সঙ্গে ছিলেন।

এদিন বিকেল সাড়ে ৩টায় ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প-২ এর অধীনে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেন। পরে বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত অত্যাধুনিক জিমনেসিয়াম ভবনের উদ্বোধন করেন।

পরে বিকেল ৪টায় টিএসসির কনফারেন্স কক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দেন। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পসহ সার্বিক অগ্রগতি ও চলমান অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র এবং বিশ্ববিদ্যালয় পরিবারের বিস্তারিত তুলে ধরেন।

উপাচার্য বলেন, গবেষণার ক্ষেত্রে আমরা ইতোমধ্যেই দেশের বহু বিশ্ববিদ্যালয়ের তুলনায় অগ্রগামী অবস্থানে রয়েছি। তবে গবেষণা তহবিলের সীমাবদ্ধতা বর্তমানে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদি পর্যাপ্ত আর্থিক সহায়তা ও প্রণোদনা প্রদান করা হয়, তবে আমাদের গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারবে।

উপাচার্য বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন প্রসঙ্গে বলেন, ক্যাম্পাসের দৃষ্টিনন্দন কয়েকটি লেকের বর্তমান দুরবস্থা আমাদের জন্য উদ্বেগের বিষয়। এসব লেক পাইলিংয়ের মাধ্যমে উন্নয়ন করা গেলে তা শুধু নান্দনিক সৌন্দর্য বৃদ্ধি করবে না; বরং তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিভিন্ন দাবি-দাওয়া চেয়ারম্যানের কাছে তুলে ধরেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা আরও ত্বরান্বিত করতে ইউজিসির সার্বিক সহযোগিতা কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ বলেন, এত স্বল্প সময়ে এত সুন্দর, সুশৃঙ্খল ও অর্থবহ একটি অনুষ্ঠানের আয়োজন সত্যিই প্রশংসনীয়। উপাচার্য এবং তার নিবেদিতপ্রাণ টিমকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।

তিনি পবিপ্রবির সার্বিক অগ্রগতি, শিক্ষা ও গবেষণামুখী কার্যক্রমের প্রশংসা করে আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মূল ভূমিকায় রয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তার চৌকস ও দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিককে মারধরের ঘটনা নিয়ে বিএনপির বিবৃতি

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

ঘরে এসেছে নতুন অতিথি

পুরান ঢাকায় ছুরিকাঘাতে প্রাণ গেল জবি ছাত্রদল নেতার

দীর্ঘদিন অনাদায়ী ঋণ অবলোপন, আদায়কর্মী পাবেন প্রণোদনা

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই : জামায়াত নেতা শাহজাহান

যশোরে ব্যতিক্রম আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঘুম ভাঙলেও প্রস্রাব চেপে শুয়ে থাকেন? অজান্তেই হচ্ছে ভয়াবহ ক্ষতি

ক্ষমা চাওয়ার আহ্বান নিয়ে যা বললেন সালাহউদ্দিন

আগুন নেভাতে ২৬ ঘণ্টা, কারণ জানাল ফায়ার সার্ভিস

১০

বিএনপির গুলশান কার্যালয়ে সাংবাদিককে মারধর, মোবাইল ভাঙচুর

১১

কখন চিয়া সিড খেলে সবেচেয়ে বেশি ফল পাওয়া যায়?

১২

চাকসুর ভিপি-জিএস-এজিএস কার বাড়ি কোথায়

১৩

শিক্ষকদের নতুন কর্মসূচি ঘোষণা

১৪

আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে : ফারুক

১৫

ভক্তদের প্রতি দুঃখপ্রকাশ করেছে আর্টসেল

১৬

খুলনা কারাগারে সংঘর্ষে তিন আসামিকে কাশিমপুরে

১৭

কুবির আন্তর্জাতিক সম্মেলনে ইউল্যাব শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন

১৮

রাজশাহীতে ব্যবসায়িক পার্টনারের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ

১৯

নাশকতার পরিকল্পনা, আ.লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার

২০
X