জবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রয়াত ছাত্রনেতার ইচ্ছা পূরণ করলেন ছাত্রদল নেতা

১ হাজার ৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ালেন শাহরিয়ার হোসেন। ছবি : কালবেলা
১ হাজার ৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ালেন শাহরিয়ার হোসেন। ছবি : কালবেলা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রয়াত ছাত্রদল নেতা হাসিবুর রহমান হাসিবের অপূর্ণ ইচ্ছা পূরণে ১ হাজার ৫০০ শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ালেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।

রোববার (২৭ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আইসক্রিম বিতরণ করা হয়।

গত ৩ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ছাত্রদল নেতা হাসিবুর রহমান। বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষার্থীদের আইসক্রিম খাওয়ানোর পরিকল্পনা ছিল তার। সেই ইচ্ছা পূরণে শাহরিয়ার এই উদ্যোগ নেন।

এ বিষয়ে জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন বলেন, আমার ছোট ভাই হাসিব বিশ্ববিদ্যালয় দিবসে এক হাজার শিক্ষার্থীকে আইসক্রিম খাওয়ানোর ইচ্ছে পোষণ করেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সে আর সেই সুযোগ পায়নি। হাসিবের সেই অপূর্ণ ইচ্ছে পূরণের দায়িত্ব সহযোদ্ধা ও ভাই হিসেবে আমি নিয়েছি। আমি তার পক্ষ থেকে এক হাজার নয়, বরং ৫০০ বেশি ১ হাজার ৫০০ জনকে আইসক্রিম দিয়েছি। হাসিব আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার স্বপ্ন, হাসি এবং বিশ্ববিদ্যালয়ের প্রতি তার ভালোবাসা আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে।

জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফীন বলেন, হাসিবের মতো একজন মেধাবী ও সাহসী ছাত্রনেতাকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে শাহরিয়ার যে ১ হাজার ৫০০ জনকে আইসক্রিম দিয়েছে, এটি হাসিবের প্রতি তার এবং পুরো ছাত্রদল পরিবারের ভালোবাসার বহিঃপ্রকাশ। হাসিবুর রহমান চিরদিন আমাদের মাঝে অনুপ্রেরণা হয়ে থাকবে।

এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, হাসিবুর রহমান হাসিব ছিল ছাত্রদল পরিবারের একজন নিবেদিত প্রাণ। তার হঠাৎ মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় দিবসে সাধারণ শিক্ষার্থীদের জন্য আইসক্রিম খাওয়ানোর তার যে মহৎ ইচ্ছা ছিল, তা পূরণের জন্য শাহরিয়ার যে উদ্যোগ নিয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা বিশ্বাস করি, এর মাধ্যমে ছাত্রদল সব সময় হাসিবের স্মৃতিকে সমুন্নত রাখবে।

উল্লেখ্য, হাসিবুর রহমান ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী ছিলেন। জকসু নির্বাচনে ছাত্রদল প্যানেলের সম্ভাব্য প্রার্থী হিসেবেও তাকে বিবেচনা করা হচ্ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে চীনের ‘গোপন বিমানঘাঁটি’, দুশ্চিন্তায় ভারত

ক্যারিবীয়দের সামনে মুখ থুবড়ে পড়ল লিটনরা

রাষ্ট্রপতির অনুমোদন পেল বেরোবি ছাত্র সংসদ

নোবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদ, সম্পাদক হাসিব

ছিনতাইকারীকে নিয়ে বাস চালিয়ে থানায় চালক

তৃণমূলে রাজনৈতিক নেতৃত্ব গড়ে তোলার আহ্বান ইসলামী আন্দোলন মহাসচিবের

আমি পালাইনি, বাসাতেই আছি; আত্মসমর্পণ করব : ডন

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে এবি পার্টি চেয়ারম্যানের বৈঠক

গণপিটুনিতে নিহত প্রদীপের ছেলে দুলাল পেল চাকরি

ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে দেশজুড়ে বৃষ্টির আভাস

১০

আরেক দফা স্বর্ণের দাম কমলো

১১

বন্দর বিদেশিদের না দিতে চট্টগ্রামে সমাবেশের ডাক

১২

এল ক্লাসিকো পরবর্তী বিতর্ক নিয়ে মুখ খুললেন ভিনি

১৩

পুলিশের সঙ্গে তর্ক, জেদ করে প্রিজনভ্যানে দাঁড়িয়ে রইলেন ইনু

১৪

তাদের আত্মত্যাগ আমাদের এগিয়ে নেওয়ার পথ সুগম করবে : রাষ্ট্রপতি

১৫

সালমান মারা যাওয়ার সময় বগুড়াতে নৌকায় খিচুড়ি খাচ্ছিলাম : ডন

১৬

জামায়াত প্রার্থীর মাইক কেড়ে নিলেন নিজ দলের নেতাকর্মীরা

১৭

মিয়ানমারের নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না আসিয়ান

১৮

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিতে নিহত ২

১৯

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সাংবাদিক মনিরুজ্জামানের

২০
X