

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে শিক্ষা ভবনের অভিমুখে পদযাত্রা করে হাইকোর্টের সামনের রাস্তা অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন ঢাকার ঐতিহ্যবাহী সাত কলেজের একদল শিক্ষার্থী। রোববার (৭ ডিসেম্বর) দুপুরে নিজ ক্যাম্পাস থেকে পদযাত্রা শুরু করে শিক্ষা ভবনের ফটকের সামনে এসে অবস্থান নেয়। পরে হাইকোর্টের সামনের রাস্তা ব্লকেড করে দেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, সাত কলেজের শিক্ষাব্যবস্থায় দীর্ঘদিন ধরে সেশনজট, পরীক্ষার বিলম্ব, ফল প্রকাশে ধীরগতি ও প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীরা ভয়াবহ ভোগান্তিতে পড়েছে। তাছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের পর আমরা পরিচয় সংকটে আছি। আর ২৪-২৫ এর ক্লাস এখনো শুরু হয়নি। এসব সংকট সমাধানে লিখিত অধ্যাদেশ ব্যতীত অন্য কোনো ‘মৌখিক আশ্বাস’ আর গ্রহণযোগ্য নয়।
এ সময় শিক্ষার্থীদের স্লোগান ছিল— ‘সিন্ডিকেটের গদিতে আগুন জ্বলাও একসাথে’, ‘তালবাহানা বন্ধ করো অধ্যাদেশ জারি করো’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ ইত্যাদি।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, বারবার কথার আশ্বাস শোনানো হয়েছে; কিন্তু বাস্তবতা একই জায়গায় পড়ে আছে। এবার অধ্যাদেশ ছাড়া মাঠ ছাড়ব না।
আন্দোলনকারী ইডেন শিক্ষার্থী আলিফা আরা মিম বলেন, আমাদের কর্মসূচির মূল উদ্দেশ্য হলো আমরা ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ নিয়ে পড়াশোনায় ফিরব। আর কোনো মৌখিক আশ্বাস মেনে নেওয়া হবে না। কারণ আশ্বাসের কোনো বিশ্বাস নেই।
মেহ্জাবীন অনন্যা বলেন, ২০২৪-২৫ ছোট ভাইবোনদের নিয়ে অনেক চিন্তায় আছি। তাদের ক্লাস শুরু হবে না তবে কেন তাদের ভর্তি নেওয়া হলো। ক্লাস শুরু করা নিয়ে তলবানা করছে এটা কি শিক্ষকদের আচরণ হতে পারে। আমরা আমাদের ছোট ভাইবোনদের জন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ নিয়েই ফিরব৷
বদরুন্নেসা কলেজের শিক্ষার্থী ও ইমু তরফদার বলেন, আমরা অধ্যাদেশ নিয়েই ফিরব ইনশাআল্লাহ।
মন্তব্য করুন