চট্টগ্রামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) ‘টেক ফেস্ট-২০২৩’-এর জমকালো উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৩ সেপ্টেম্বর) চট্টগ্রামের কুমিরা ক্যাম্পাসের সেন্ট্রাল অডিটোরিয়ামে পাঁচ দিনব্যাপী এ ফেস্ট শুরু হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. আব্দুস সবুর বলেন, ‘এই বিশ্ববিদ্যালয়ে আসতে পেরে আমি গর্ববোধ করছি। এই বিশ্ববিদ্যালয়ের পাহাড় ও সমুদ্র ঘেরা মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে। টেক ফেস্টের মতো আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আগামীর প্রযুক্তি সম্পর্কে পরিচিতি করিয়ে দিয়ে তাদের মনন ও মেধার বিকাশ ঘটানোর সহায়ক হবে বলে আমি মনে করি।’
তিনি আরও বলেন, ‘বিজ্ঞানের অবিস্মরণীয় নতুন নতুন প্রযুক্তিকে নবীন শিক্ষার্থীদের দ্বারা আয়ত্ত করা সম্ভব হলে তা মানুষের কল্যাণে সহজেই কাজে লাগানো সম্ভব, যা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উত্থাপিত হবে। আইআইইউসি সেই রকম মেধাবী শিক্ষার্থী তৈরি করছে বলে আমি মনে করি।’
অনুষ্ঠানের সভাপতি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী বলেন, ‘প্রধানমন্ত্রীর বলিষ্ট নেতৃত্বে এই সরকার শিক্ষাকে গুরুত্ব দেয় বলেই শিক্ষা সম্পর্কিত সব কিছুতেই সার্বিক উন্নয়ন এখন দৃশ্যমান। ৫৬০টি মডেল মসজিদ, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্নফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এসব অবকাঠামো উন্নয়নের সঙ্গে প্রকৌশলীদের মেধা ও কৌশলগত অবদানের সুযোগ হয়েছে। আইআইইউসির শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য শরীরচর্চার জন্য ব্যায়ামাগার, মেধা চর্চার জন্য আধুনিক লাইব্রেরি, প্রার্থনার জন্য মসজিদ নির্মাণ করা হয়েছে এবং খুব শিগগিরই হাতিরঝিলের আদলে ঘোড়ামরা খালের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আইআইইউসির এসব উন্নয়নের সঙ্গে বিজ্ঞানের ছাত্র তথা ইঞ্জিনিয়ারদের সম্পৃক্ততা ও অবদান বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।’
মন্তব্য করুন