যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য শীর্ষস্থানে অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ওপ্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
বুধবার (২৭ সেপ্টেম্বর) টাইমস হায়ার এডুকেশনের অফিশিয়াল ওয়েবসাইটে ‘এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিং-২০২৪’ এশিয়ার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তালিকা প্রকাশ করে।
এবারের তালিকায় বাংলাদেশের মোট নয়টি ইউনিভার্সিটি স্থান করে নিয়েছে ১৫০০ এর মধ্যে। শাবিপ্রবি এবার প্রথমবারের মতো ১২০০ থেকে ১৫০০ ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছে।
১৩টি বিষয়কে পারফরম্যান্স ইন্ডিকেটর বিবেচনায় নিয়ে এশিয়ার সেরা বিশ্ববিদ্যালয়ের এই তালিকা করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়গুলোর পাঠদান, মৌলিক গবেষণা, জ্ঞান বিতরণের পদ্ধতি, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গিসহ কয়েকটি বিষয় বিবেচনা করা হয়েছে এবারের তালিকায়।
মন্তব্য করুন