যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ পিএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৩, ০৭:৩২ পিএম
অনলাইন সংস্করণ
ভেটেরিনারি অলিম্পিয়াড

পৃথিবীতে মানুষের পাশাপাশি পশুপাখিদের চিকিৎসা সমান গুরুত্বপূর্ণ : যবিপ্রবি উপাচার্য

‘বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড ২০২৩’ এই উদ্বোধনী র‌্যালি। ছবি : কালবেলা
‘বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড ২০২৩’ এই উদ্বোধনী র‌্যালি। ছবি : কালবেলা

ভেটেরিনারি মেডিসিন বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ বিষয় বলে জানিয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, পৃথিবী এখন ওয়ান হেলথের দিকে যাচ্ছে। তাই মানুষের ডাক্তার যতটা গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ পশুপাখিদের ডাক্তার। আমার ২টা স্বপ্ন এখানে, প্রথমটি হলো ভালো ডাক্তার তৈরি করা, আর দ্বিতীয়টি হলো ভেটেরিনারি ভ্যাকসিন সেন্টার তৈরি করা।

শনিবার (৭ অক্টোবর) ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ের ঝিনাইদহ ক্যাম্পাসে ‘বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড ২০২৩’-এর উদ্বোধনকালে এসব কথা বলেন যবিপ্রবি উপাচার্য।

ইউএসএইড-এর অর্থায়নে, ন্যাশনাল ভেটেরিনারি ডিন কাউন্সিল (এনভিডিসি) এবং জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সহযোগিতায় দেশের ১৪টি ভেটেরিনারি মেডিসিন ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয়ে একযোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ বছর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু), শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)-সহ মোট ১৪টি বিশ্ববিদ্যালয়ের ৩২৭টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে। বাছাইপর্বে অংশ নেয় যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৩২টি দল।যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের ৩২টি দল থেকে বাছাই পর্ব শেষে প্রথম স্থান অধিকার করে পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই করে ‘দ্য অ্যাটলাস’ দল।

উদ্বোধনী বক্তব্যে যবিপ্রবির উপাচার্য বলেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এই ফ্যাকাল্টি অনেক দূরে হওয়ায় এটার জন্য একটি অভিভাবক প্রয়োজন, সেই বটবৃক্ষটি হলো আব্দুল বারী। যিনি বাংলাদেশের ভেটেরিনারি মেডিসিনের একজন কিংবদন্তি পুরুষ। যিনি চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যায়ের সাবেক উপাচার্য ছিলেন। এখন এই ক্যাম্পাস বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত তাই এখন থেকে এখানে কোনো প্রিন্সিপ্যাল নেই। তিনি এখানে সর্বোচ্চ ফ্যাকাল্টি মেম্বারের দায়িত্ব পালন করবেন। এই ক্যাম্পাসে এমন কাউকে দরকার যিনি বটবৃক্ষের মতো এই ফ্যাকাল্টিকে আগলে রেখে এগিয়ে নিয়ে যাবেন। উনি শিগগিরই এই ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টির দায়িত্ব নিবেন।

যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন ফ্যাকাল্টি সম্পূর্ণ রাজনীতিমুক্ত জানিয়ে তিনি বলেন, এখানে যদি রাজনীতি ঢুকে তাহলে আমরা যে স্বপ্ন দেখেছিলাম, সেটা আর বাস্তবায়ন হবে না। রাজনীতি ছাত্রদের পড়ালেখা থেকে বিমুখ করে দিবে। মিছিল যদি গাড়ি করে শহরে নিয়ে যায় তাহলে সে মিছিলে আমার আপত্তি আছে। এই ফ্যাকাল্টি শিক্ষার্থীদের জন্য উপযুক্তভাবে তৈরি করতে হবে। যদি এখানে কখনো রাজনীতি ঢুকতে হয় সেটা আমার সিদ্ধান্তের মাধ্যমে ঢুকতে হবে। প্রধানমন্ত্রীর স্বপ্নপূরণ করতে, মহান মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদদের রক্তের, ২ লাখ মা-বোনের ইজ্জতের, বঙ্গবন্ধুর রক্তের, বঙ্গমাতার রক্তের ঋণ শোধ করতে হলে তোমাদের ভালো ডাক্তার হবে। তুমি ভালো ডাক্তার হলে দেশকে যা দিতে পারবে মিছিল করলে তা দিতে পারবে না।

ডা. এ এস এম আতিকুজ্জামানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো. আতাউর রহমান ভূঁইয়া, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. মো. মাহফুজুল বারী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. এম এ জলিল। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ৩য় ব্যাচের শিক্ষার্থী মনিরুল ইসলাম ও ৫ম ব্যাচের ইশরাত জাহান। এই অলিম্পিয়াডে যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদ থেকে প্রতিটি টিমে ৫ জন করে মোট ৩২টি টিম অংশগ্রহণ করে। এ বছর ১৪ টি ভেটেরিনারি ডিগ্রি প্রদানকারী বিশ্ববিদ্যালয় থেকে মোট ১৬৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উল্লেখ্য, এর আগে গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশ ভেটেরিনারি অলিম্পিয়াড - ২০২২’। প্রাথমিক পর্যায়ে ১২টি বিশ্ববিদ্যালয়কে নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়। প্রাথমিক পর্যায়ে ১৬৬টি দল অংশগ্রহণ করলেও ফাইনাল রাউন্ডে প্রতি বিশ্ববিদ্যালয় থেকে একটি করে ১২টি দল ফাইনাল রাউন্ডে লড়াইয়ের সুযোগ পায়। এর মধ্যে শ্রেষ্ঠ দলের মর্যাদা লাভ করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ‘সুপারবাগস’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবচেয়ে দুর্বল লিগের তকমা পেল বিপিএল

অতীতের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন রাভিনা

জুলাই আন্দোলনকারীরাই একদিন বিশ্বে নেতৃত্ব দেবে : প্রধান উপদেষ্টা

১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে : সালাহউদ্দিন আহমদ 

২৫ বছরের কৃষি পরিকল্পনা ঠিক করেছে সরকার

ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে হামলার শিকার কংগ্রেসের মুসলিম নারী সদস্য

ঘুমের মধ্যে পায়ের রগে টান লাগলে যে দোয়া পড়বেন

অস্ত্রোপচারের পর রোগীর মৃত্যু

৪ বছর পর চেয়ারম্যান হিসেবে ফিরলেন জামায়াত নেতা

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্তে অবাক উদিত নারায়ণ

১০

এবার দুদকের মামলায় গ্রেপ্তার আনিস আলমগীর

১১

হাওরে পাখি শিকারের সময় আটক ৩

১২

মুম্বাইয়ের জৌলুস যাকে বাঁধতে পারেনি!

১৩

দেশের ১৩ কোটিই মানুষই আমার ফ্যান: অপু বিশ্বাস

১৪

৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

১৫

চ্যাম্পিয়নস লিগের নকআউটে যেতে আজ কার কী সমীকরণ

১৬

কুরিয়ারে ঢাকায় আসছিল ভারতীয় বিস্ফোরক, অতঃপর...

১৭

ভোটের ফল নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ : মার্কিন রাষ্ট্রদূত

১৮

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব‍্যবহার করতে দেবে না সৌদি আরব

১৯

প্লেব্যাক শিল্পীদের অধিকার আদায়ে যা বললেন ন্যান্সি

২০
X