পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং বিভাগের উদ্যোগে বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. ইমরানুল ইসলামের সঞ্চালনায় এ দিবসটি উদযাপিত হয়।
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. আবুল বসার খান, মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আফজাল হোসেনসহ ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. আফজাল হোসেন বলেন, একটি পণ্য শুধু উৎপাদন করলেই হয় না, বরং এর বাজার চাহিদা রয়েছে কিনা, ভোক্তা প্রস্তাবিত মূল্যে কিনতে চায় কিনা তা জানাও জরুরি। আর এ সকল কাজ কেবলমাত্র একজন বিক্রয়কর্মীর/ মার্কেটারের মাধ্যমেই সম্ভব। কেননা একজন ক্রেতার সাথে সরাসরি সংযোগ কেবলমাত্র মার্কেটারের মাধ্যমেই হয়ে থাকে। তাছাড়া নতুন বাজার সৃষ্টিও সাসটেইনেবল রিলেশনশিপ তৈরি করাই একজন মার্কেটারের কাজ।
তিনি আরও বলেন, তাছাড়া করোনাকালীন সময়ে পুরো বিশ্বের বিভিন্ন পেশার মানুষ যখন গৃহে আবদ্ধ ছিল, এই মার্কেটাররাই কিন্তু তখন সকল মানুষের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিরাপদে তাদের বাসায় পৌঁছেছেন। এমনকি আজকের এই ডিজিটাইলেজনের যুগেও আমরা বাসায় বসে নিশ্চিন্তে যে কোনো ধরনের পণ্য পেয়ে যাচ্ছি। তাই বাংলাদেশ মার্কেটিং ডে উপলক্ষে তাদের সঠিক মূল্যায়ণ ও নিরাপদ জীবনযাপন নিশ্চিত করা হোক- এমনটাই প্রত্যাশা করছি।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভাইস চ্যান্সেলর প্রফেসর মোহাম্মদ আলী বলেন, ব্যবসায় প্রশাসন অনুষদ সর্বপ্রথম আউটকাম বেজ কারিকুলাম বাস্তবায়ন করেছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ গ্রাজুয়েট তৈরি করছে।
মন্তব্য করুন