বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের ৩য় সিনেট সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য এয়ার ভাইস মার্শাল এ এস এম ফখরুল ইসলাম ওই সভায় সভাপতিত্ব করেন। সভার প্রারম্ভে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উপস্থিত সকল সদস্যকে স্বাগত জানিয়ে উপাচার্য ২য় সিনেট সভার পর হতে অদ্যাবধি গৃহীত সকল উল্লেখ্যযোগ্য কার্যাবলি সম্পর্কে অবহিত করেন। সিনেট সভায় বিএসএমআরএএইউর সিনেট কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
সভার সদস্য সচিব ও রেজিস্ট্রার এয়ার কমডোর মো. মনিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সিনেট সভায় বিগত অর্থবছরসমূহে গৃহীত বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনবল কাঠামো, চলতি অর্থবছরের আর্থিক ও অবকাঠামোগত উন্নয়ন ব্যয়, নিয়োগসংক্রান্ত কার্যক্রম, বিভিন্ন বিভাগের উদ্ভাবনী ও গবেষণা কর্মকাণ্ডসহ সার্বিক বিষয়ে আলোকপাত করা হয়। বিস্তারিত আলোচনা শেষে সংশ্লিষ্ট সকল বিষয়ে যথাযথ সিদ্ধান্ত গৃহীত হয়।
মন্তব্য করুন