জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নতুন কমিটির সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে।
বুধবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।
এদিন বেলা ১১টার দিকে নগরীর কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনার মাজারে শ্রদ্ধা জানান তারা। এরপর বেলা সাড়ে ১১টার দিকে শহীদ শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে নতুন কমিটির নেতৃবৃন্দ। সর্বশেষ শিবিরের হাতে নিহত শহীদ ফারুকের সমাধিতে শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন বিগত কমিটির সাধারণ সম্পাদক ফায়সাল আহমেদ রুনু এবং ছাত্রলীগের সাবেক সভাপতি খালিদ হোসেন বিপ্লব।
গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগের নতুন কমিটির প্রথম কর্মসূচিতে সব হল ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদক, সব অনুষদ ও বিভাগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সব নেতাকর্মীকে সকাল সাড়ে ৯টার মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল গেটে উপস্থিত হওয়ার আহ্বান জানান সভাপতি-সম্পাদক। তবে কাঙ্ক্ষিত পদবঞ্চিতদের মধ্যে শুধু নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদ সোহরাওয়ার্দী হলের সভাপতি নিয়াজ মোর্শেদ উপস্থিত ছিলেন।
কর্মসূচির বিষয়ে ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু বলেন, আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে আমাদের কর্মসূচি শুরু করেছি। এরপর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান হেনা, শহীদ শামসুজ্জোহা এবং শহীদ ফারুকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছি। তাদের স্বপ্ন, সাহস ও আদর্শকে আমরা হৃদয়ে ধারণ করে আমাদের নবযাত্রাকে অগ্রগামী করব।
উল্লেখ্য, প্রায় সাত বছর পর গত শনিবার রাতে মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও আসাদুল্লা-হিল-গালিবকে সাধারণ সম্পাদক করে ৩৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।
মন্তব্য করুন