জাতীয় নির্বাচন পূর্ববর্তী যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশের হাত থেকে ক্যাম্পাসকে মুক্ত রাখতে সজাগ থাকার কথা জানিয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশেষ করে গতকাল শনিবার রাজধানীতে (ঢাকায়) বিরোধী দলগুলোর কর্মসূচি পরবর্তী উত্তাপের ঢেউ যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে ব্যাহত না করতে পারে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে প্রশাসন।
যথাযথ নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা,পাঠদান ও শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের বাসে নির্বিঘ্নে চলাচল করবে এমনটি জানিয়েছে সংশ্লিষ্টরা।
গত ২৩ অক্টোবর শুরু হওয়া দুর্গা পূজার ছুটি শেষে রোববার থেকে পাঠদান কার্যক্রম শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জাতীয় রাজনীতিতে সরকার বিরোধী নানা পক্ষ আসন্ন নির্বাচনকে সামনে রেখে শক্তি প্রদর্শনের চেষ্টা করবে। এক্ষেত্রে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সক্রিয় ছাত্রসংগঠনের নেতাকর্মীরা ভূমিকা রাখতে পারে বলে ধারণা নিরাপত্তা সংশ্লিষ্টদের।
এরকম প্রেক্ষাপটে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সচেতন করা হয়েছে বলে জানা গেছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, নির্বাচন পূর্ববর্তী সময়ে ক্যাম্পাসে সরকার বিরোধী শক্তিরা সংগঠিত হবার চেষ্টা করতে পারে এটা আমাদের মাথায় আছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ স্বাভাবিক রাখতে এবং শিক্ষা কার্যক্রমে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সে বিষয়ে কিছু উদ্যোগ নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও আমাদের এ বিষয়ে কথা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের চারটি হলে প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর বসবাস। হলগুলো যেন সরকার বিরোধী কোনো পক্ষের কার্যক্রমের কেন্দ্রবিন্দু না হয় সে বিষয়ে সচেতন আছে প্রশাসন ও হল কর্তৃপক্ষ।
শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া বলেন, হলের আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হল প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে।
মন্তব্য করুন