অন্য কোনো দেশ অনুসরণ করার জন্য বাংলাদেশ তৈরি হয়নি। এই দেশ অনন্য শক্তিতে ভরপুর বলে মন্তব্য করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মশিউর রহমান। মঙ্গলবার (৩১ অক্টোরব) ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মশিউর রহমান বলেন, তোমরা যে কলেজে পড়তে এসেছ, আমরা এর আমূল পরিবর্তন করতে চাই। তোমাদের চোখে, মুখে, বুকে স্বপ্ন ছড়াতে চাই। নতুন পৃথিবীকে জয় করার সব শক্তি তোমার মধ্যে ধারণ করতে হবে। আগামীর পৃথিবীর মালিক তুমি। তুমি তোমার প্রাণশক্তিতে আগামীর বাংলাদেশ এবং বিশ্বকে গড়ে তুলবে।
দায়িত্বশীল ব্যক্তিবর্গের প্রতি প্রশ্ন রেখে দেশের প্রথিতযশা এই সমাজবিজ্ঞানী বলেন, যে নবীন শিক্ষার্থীরা আজ এই কলেজে এসেছে। তাদের চোখে, মুখে, বুকে স্বপ্ন। তারা তারুণ্যে ভরপুর। তাদের কাছে এই কলেজ পাঠ গ্রহণের প্রিয় জায়গা ঠিকই, কিন্তু একইসঙ্গে তাদের সামনে বিশ্বময় চ্যালেঞ্জের এবং আশাবাদের নানা খেলা। আমরা কী তাদের সঠিক পথ দেখাতে পারছি? তার সামনে কোন পৃথিবী? সেই পৃথিবীতে তার সামনে কে মডেল? কাকে সে অনুসরণ করবে? কোন ইতিহাস চর্চার মধ্য দিয়ে সে আজ এখানে উপনীত? তাকে কীসব কিছু দিয়ে তৈরি করতে পেরেছি? নাকি নানা পথের প্রতিবন্ধকতার বেড়াজাল ছিন্ন করে ধীরে ধীরে সেও তার চ্যালেঞ্জিং জীবনে এগোচ্ছে।
শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য ড. মশিউর রহমান বলেন, ফেসবুক, ইউটিউব তুমি ব্যবহার করবে। পৃথিবীকে জানবে। কোভিড উত্তর পৃথিবীতে আমরা মনে করেছিলাম, এই পৃথিবীর উন্নত বিশ্ব আমাদের তাই দেবে, যা অনাগত দিনে একের পর এক শান্তি বয়ে আনবে। কিন্তু যুদ্ধের দামামায় শিশু, নারী হত্যার শিকার হবে সেটি প্রত্যাশিত ছিল না। সেই পৃথিবীতে তোমাকে ভালো-মন্দ জানতে, বুঝতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ কাস্টমসের অতিরিক্ত কমিশনার এবং শুল্ক রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ড. মোহাম্মদ তাজুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কাস্টমস অ্যান্ড ভ্যাটের ডেপুটি কমিশনার ও মোটিভেশনাল স্পিকার সুশান্ত পাল, ফুলবাড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আব্দুল মালেক সরকার, কলেজ অধ্যক্ষ (চ. দা.) মো. আমজাদ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন