বিএনপির ডাকা অবরোধের সমর্থনে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) একাডেমিক ও প্রশাসনিক ভবনে ব্যানার লাগিয়েছে শাখা ছাত্রদল। সোমবার (৬ নভেম্বর) সকাল ৭টার দিকে সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্যসচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে নেতাকর্মীরা ক্যাম্পাসে এসে এসব ব্যানার লাগান। খবর পেয়ে ব্যানাগুলো সরিয়ে ফেলেন শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ছাড়া অবরোধের প্রতিবাদে দুপুর পৌনে ১টার দিকে ক্যাম্পাস ও পাশের এলাকায় মোটরসাইকেল শোডাউন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
ছাত্রদলের সাঁটানো ব্যানারে লেখা ছিল ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’, ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে, সাময়িক অসুবিধার জন্য দুঃখিত’।
এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেপ্তারের প্রতিবাদ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সরকার পতনের একদফা দাবি আদায়ে দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রশাসন ভবন ও একাডেমিক ভবনে এ কর্মসূচি পালনের মাধ্যমে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। অবরোধের সমর্থনে আমাদের কর্মসূচি চলমান থাকবে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘আমরা শুনেছি। তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি সেখানে উপস্থিত হয়ে কোনো ধরনের ব্যানার পায়নি।’
মন্তব্য করুন