ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ওয়াশরুম থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচ তলার ওয়াশরুম থেকে ককটেল দুটি উদ্ধার করা হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সকালে কলাভবনের এক সিকিরিটি গার্ড ওয়াশরুমে গেলে ককটেল দুটি দেখতে পান। পরে প্রক্টোরিয়াল টিমকে জানালে তারা এসে ককটেল দেখতে পেয়ে শাহাবাগ থানাকে অবহিত করেন। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট এসে ককটেল দুটি নিয়ে যান।
তবে কে বা কারা এই ককটেল রেখে গেছে, তা জানে না কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বাড়ানোর জন্যই এই ককটেল রাখা হয়েছে বলে ধারণা তাদের। বিষয়টি তদন্তে কাজ করা হচ্ছে বলে জানা গেছে।
এ বিষয়ে সহকারী প্রক্টর ড. মুহাম্মদ বদরুল হাসান কালবেলাকে বলেন, সকালে এক সিকিরিটি গার্ড দুটি ককটেল দেখতে পেয়ে আমাদের জানায়। পরে আমরা পুলিশকে খবর দিলে পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট এসে দুটি ককটেল উদ্ধার করে নিয়ে গেছে। সোহরাওয়ার্দী উদ্যানে সম্ভবত এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বাড়ানোর জন্যই এ কাজ করা হয়েছে বলে আমাদের ধারণা।
মন্তব্য করুন