নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থি প্যানেল ‘মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশি জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধে শ্রদ্ধাশীল শিক্ষক ফোরাম’। একই আহ্বান জানিয়েছেন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) শাবিপ্রবি শাখার নেতারা।
রোববার (১২ নভেম্বর) বিকেলে দেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দুই সংগঠনের নেতৃত্বাধীন চারজন শিক্ষকের সই করা বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে শিক্ষকরা উল্লেখ করেন, গত ২৮ অক্টোবর নয়াপল্টনে সরকার পতনের এক দফা দাবিতে স্মরণকালের সবচেয়ে বড় এবং শান্তিপূর্ণ মহাসমাবেশ আয়োজন করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পূর্বপরিকল্পিত পন্থায় হামলা করে সেই শান্তিপূর্ণ সমাবেশটি পণ্ড করা হয়েছে এবং তাতে বিএনপির অগণিত নেতাকর্মী, সমর্থক, পেশাজীবী ও সাধারণ মানুষ হতাহত ও আটক হয়েছে বলে দেশে ও বিদেশে সমালোচনার ঝড় উঠেছে।
শিক্ষকরা বলেন, আজ সর্বমহলে সরকারের অপরাজনীতির তীব্র নিন্দার পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে আটকদের নানা ধরনের ভয় দেখিয়ে দল ভাঙার চেষ্টা চলছে বলে জোড়াল অভিযোগ উঠছে। আজ শুধু রাজধানী ঢাকায় নয়, এমন পরিকল্পিত অপতৎপরতা দেশজুড়েই পরিচালিত হচ্ছে। ফলে গ্রাম, শহর সব জায়গায় একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। শিক্ষকরা এ নৈরাজ্যকর পরিস্থিতির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিতে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষভাবে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানান শিক্ষকরা।
মন্তব্য করুন