রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) এক শিক্ষার্থীকে অপহরণ করতে এসে অপহরণ করতে এসে নোবেল আহমেদ ও মইনুল ইসলাম নামের দুজন আটক হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আটক করে। এ সময় আরও তিনজন পালিয়ে গেছে।
সোমবার (২০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের পাশে রংপুর ক্যাডেট কলেজের গেটের সামনে ঘটনাটি ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় মডার্ন মোড় থেকে আসার পথে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে অপহরণের চেষ্টা করছিল। বিষয়টি জানানোর পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুজনকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে।
জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত নোবেল তাজহাটের আদর্শপাড়ার সোহরাব হোসেন ছেলে। আর মঈনুল সাতমাথার মতিউর রহমানের ছেলে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির কাছে জানা যায়, আটককৃত ছেলেরা নেশাগ্রস্ত ছিল। মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
মন্তব্য করুন