বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আইন বিভাগের আয়োজনে বিশ্ব মানবাধিকার দিবস পালন করা হয়েছে। রোববার (১০ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ক্যাম্পাসে র্যালি করেন শিক্ষক ও শিক্ষার্থীরা।
উদযাপনের অংশ হিসেবে পথযাত্রা ও একটি পথসভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সুপ্রভাত হালদার এবং বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. আরিফ হোসেন।
পথসভায় সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সরদার কায়সার আহমেদ। এছাড়াও উক্ত পথসভায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আইন বিভাগের অন্যান্য শিক্ষকমণ্ডলী ও বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা। পথসভার সকল বক্তা মানবাধিকার বাস্তবায়ন ও প্রতিষ্ঠা বিষয়ে বক্তব্য প্রদান করেন। পথসভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন আইন বিভাগের শিক্ষার্থী সৌরভ দাস।
মন্তব্য করুন