গতানুগতিক আয়োজনের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকে বিজয় দিবস উদযাপন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীরা। বিজয়ের ৫২ বছর পরেও নানা সমস্যায় জর্জরিত রয়েছে এই দেশ। বিজয়ের এই দিনে সে রকমই ১৬টি সমস্যা নিয়ে ১৬ সেকেন্ডের ১৬টি ফিল্ম নির্মাণ করেছেন শিক্ষার্থীরা।
গতকাল শনিবার (১৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে রুদ্র'দা নামক ফেসবুক পেজে ফিল্মগুলো প্রকাশ করা হয়।
ফিল্মগুলোর চিত্রনাট্য নির্মাণ ও পরিচালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়টির গণিত বিভাগের শিক্ষার্থী ইশতিয়াক ফেরদৌস ইমন। সহকারী পরিচালক ছিলেন কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থী নাইমুল ফারাবি। এ ছাড়া সিনেমাটোগ্রাফার ছিলেন এজাজ আহমেদ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৩২ জন শিক্ষার্থী এই ফিল্মগুলোতে অভিনয় করেন। ফিল্মগুলো নির্মাণে সহোযোগী সংগঠন হিসেবে ছিল ইবির পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন 'অভয়ারণ্য'।
১৬টি ফিল্মে দেখানো সমস্যাগুলো হলো- হলুদ প্রচারণা, আবর্জনার জীবন, দ্বিমুখিতা, বৈষম্য, প্রতিহিংসা, দায়িত্বহীনতা, অসচ্ছলতা, অসমতা, আত্মকেন্দ্রিকতা, অসামাজিকতা, কৃত্রিমতা, অপরিণত শিক্ষা, বাক-পরাধীনতা, অযোগ্যতার যোগ্যতা, হয়রানি ও সাংঘর্ষিকতা।
কেন এই ব্যতিক্রমী আয়োজন জানতে চাইলে আয়োজকরা বলেন, আমরা বিজয়ের খুশিতে হারিয়ে ফেলছি বছরের পর বছর লড়াই করা সব সমস্যা। বিজয় এক দিনের অথবা কিছু সময়ের মধ্যে সীমাবদ্ধ না। অথচ বিজয়ের দিনেও আমাদের বিজয়ের স্বাদ নিতে পোহাতে হচ্ছে অনেক বড় বড় বাধা। আমাদের এই কাজের মাধ্যমে আমরা দেখাতে চাই আমরা আসলেই কতটুকু সমস্যায় ভুগছি, কী সমস্যা হচ্ছে যা আমাদের সত্যিকারের বিজয়ের সন্তুষ্টি দিচ্ছে না।
ফিল্মগুলোর নির্মাতা ও পরিচালক ইশতিয়াক ফেরদৌস ইমন বলেন, ১৬ তারিখের এত এত আয়োজন, দেশের গান, স্মৃতিমাখা কবিতা, এখন আবার উৎসবের ১৬% ছাড়, বিজয় উৎসব, মাসব্যাপী, দিনব্যাপী কত কী। অথচ আমাদের সমস্যা নিয়ে বলার মতো এই খুশির দিনে কেউ নেই। এটাই আমাদের সমস্যা। তাই, আমরা ফিল্মগুলোতে বিজয়ের পরবর্তী তিক্ত সত্যতাগুলোকে তুলে ধরার যথাসাধ্য চেষ্টা করেছি।
মন্তব্য করুন