যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস, দীক্ষাগ্রহণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ‘সুন্দর জীবনের জন্য স্কাউটিং’ স্লোগানকে ধারণ করে গত ১৮ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তাঁবুবাস ও দীক্ষাগ্রহণ শুরু হয়। বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে আলোচনাসভার মাধ্যমে এ আয়োজনের পর্দা নামে।
স্কাউটের মাঠ কার্যক্রম শেষে যবিপ্রবির বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের ভার্চুয়াল ক্লাসরুমে এ আলোচনাসভা অনুষ্ঠিত হয়। যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের বার্ষিক এ আয়োজনের নেতৃত্ব দেন যবিপ্রবির ইউনিট লিডার ও সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ।
দীক্ষা গ্রহণের অংশ হিসেবে বুধবার দুপুরে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের উপস্থিতিতে রোভার স্কাউটের সকল সদস্যকে প্রথমে স্কাউট ব্যাজ পরিয়ে দেন যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ।
এরপর সব সদস্যকে রোভার স্কাউটের স্কার্ফ পরিয়ে দেন যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। একইসঙ্গে সব সদস্যকে স্কাউটের শপথ বাক্য পাঠ করান ইউনিট লিডার মো. আব্দুল ওয়াহেদ।
আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, সুন্দর জীবন গড়তে হলে অবশ্যই ভালো মানুষ হতে হবে। সততা শুধু একটি শব্দ নয়, তোমাকে অবশ্যই এর জন্য সকল নিয়মকানুন মেনে চলতে হবে। যখন তুমি কোনো সংগঠনের অধীনে শপথবদ্ধ হবে তখন তোমার অবশ্যই সকল নিয়মকানুন মেনে চলতে হবে।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় শুধু পড়াশোনার ও গবেষণার জায়গা নয় বরং একজন আলোকিত মানুষ হওয়ার জায়গা, যাকে দেশ ও জাতি চায়। আমি যবিপ্রবির রোভার স্কাউট গ্রুপকে শুভকামনা জানাচ্ছি।
যবিপ্রবির রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও সম্পাদক মো. আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান। এ ছাড়া বক্তব্য রাখেন খুলনা রোভার স্কাউটের নেতা প্রতিনিধি অধ্যাপক মো. শহীদুল ইসলাম ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট সম্পাদক মো. আবু হানিফ। অনুষ্ঠানে যবিপ্রবি রোভার স্কাউট গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন