দেশের প্রথম ও একমাত্র পাবলিক টেক্সটাইল প্রকৌশল নিয়ে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ১৩তম জন্মদিন আজ। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে অবস্থিত প্রতিষ্ঠানটি উৎপাদনকেন্দ্রিক গবেষণা ও শিল্পায়নমুখী বস্ত্রপ্রকৌশল শিক্ষায় অবদান রেখে যাচ্ছে।
১৯২১ সালে যাত্রা হয় ব্রিটিশ স্কুল অব উইভিং দিয়ে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। পরে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে পূর্ব বাংলা টেক্সটাইল ইনস্টিটিউট, পূর্ব পাকিস্তান টেক্সটাইল ইনস্টিটিউট, কলেজ অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং অবশেষে ২০১০ সালে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হয়।
২০১০ সালের ৫ অক্টোবর তৎকালীন রাষ্ট্রপতির স্বাক্ষরের পাসকৃত ‘বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বিল’ ২০১০ সালের ২২ ডিসেম্বর থেকে কার্যকর হয়। এ জন্য প্রতি বছর ২২ ডিসেম্বর দিনটিকে ‘বুটেক্স দিবস’ হিসেবে পালন করা হয়ে থাকে। পরে ২০১১ সালের ১৫ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় বা বুটেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের ১৩তম জন্মদিনের দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম পালিত হবে। কার্যক্রমের অংশ হিসেবে পায়রা ও বেলুন উড়ানো, কেক কাটা, র্যালি, রঙ উৎসব, মধ্যাহ্নভোজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আঁতশবাজি ও অন্যান্য। এতে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
মন্তব্য করুন