চুয়েট প্রতিনিধি
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১২:২৭ এএম
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৮:২৬ এএম
অনলাইন সংস্করণ

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা অনুদান পাচ্ছেন চুয়েটের চার শিক্ষক

গবেষণায় অনুদান পাওয়া চুয়েটের চার শিক্ষক (বাঁ থেকে) ড. মো. ইসলাম মিয়া,  ড. এম কে মোহাম্মদ জিয়াউল হায়দার,ড. মো. আশরাফ আলী ও ড. রঞ্জিত কুমার সূত্রধর। ছবি: সংগৃহীত
গবেষণায় অনুদান পাওয়া চুয়েটের চার শিক্ষক (বাঁ থেকে) ড. মো. ইসলাম মিয়া, ড. এম কে মোহাম্মদ জিয়াউল হায়দার,ড. মো. আশরাফ আলী ও ড. রঞ্জিত কুমার সূত্রধর। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এর চারজন শিক্ষক পাচ্ছেন গবেষণা প্রকল্পের জন্য অনুদান। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় হতে ২০২৩-২৪ অর্থবছরে গবেষণা প্রকল্পের জন্য তাদের এ অনুদান প্রদান করার জন্য নির্বাচিত করা হয়েছে। প্রায় সাড়ে ১১ লাখ টাকার অনুদান পাচ্ছেন চুয়েটের চার গবেষক।

সোমবার (১৮ ডিসেম্বর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

৪টি আলাদা প্রজেক্টের জন্য চুয়েট থেকে নির্বাচিত প্রথম গবেষক দলের সদস্যরা হলেন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ইসলাম মিয়া ও সহযোগী গবেষক হিসেবে আছেন এক‌ই বিভাগের সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান। খনিতে নির্দিষ্ট গভীরতার নিচে যেখানে পাললিক শিলা স্তর রয়েছে সেই জায়গায় গ্যাস ও পানির মজুত থাকে। এ গবেষণা প্রকল্পের মাধ্যমে শিলাস্তরের বিভিন্ন ভূতাত্ত্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে পানি ও গ্যাসের পরিমাণ নির্ধারণ করা হবে। যার মাধ্যমে নতুন করে আধুনিক তথা হালনাগাদ মডেল গঠন করা হবে যা ভূগর্ভে প্রাকৃতিক গ্যাসের পরিমাণ নির্ধারণে সহায়তা করবে।

চুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. এম কে মোহাম্মদ জিয়াউল হায়দারের নেতৃত্ব অনুদান পাওয়া অন্য একটি গবেষণা দলের মূল লক্ষ্য হলো এক ধরনের তড়িৎ রাসায়নিক সেন্সর তৈরি করা। যেটি মানবদেহে এরিথ্রোমাইসিন নামক এন্টিবায়োটিকের ক্ষুদ্র উপস্থিতি পরিমাপ করবে। ঔষধ শিল্পে বহুত প্রচলিত একটি রাসায়নিকের নাম হলো এরিথ্রোমাইসিন। এদিকে এ প্রজেক্টে শুরুতে গ্রাফিন অক্সাইড থেকে বিশ্লেষণের মাধ্যমে অক্সিজেনের পরিমাণ কমিয়ে নেওয়া হবে।

গ্রাফিন অক্সাইড হলো এক ধরনের রাসায়নিক যা গ্রাফিনের অক্সিডাইজড ফর্ম এবং তা ন্যানো ম্যাটেরিয়ালস হিসেবেও ব্যবহৃত হয়। এরপর সেন্সরে ব্যবহৃত ভোল্টেজ পরিমাপক (পটেনশিয়োটর) এবং বিশেষ তিন ধরনের ইলেক্ট্রডের মাধ্যমে মানবদেহে এন্টিবায়োটিক উপাদানগুলোর উপস্থিতিও নির্ণয় করা যাবে।

অধ্যাপক হায়দার বলেন, আমরা মূলত তড়িৎ রাসায়নিক সেন্সর প্রস্তুত নিয়েই কাজ করব, প্রয়োজনীয় সরঞ্জামাদির ক্রয় মূল্য বেশি হওয়ার পরও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। সেন্সর প্রস্তুত শেষে ল্যাবে পরীক্ষা করা হবে এ ছাড়াও এই পরীক্ষা থেকে বিভিন্ন তথ্য বিশ্লেষণের লক্ষ্যও আমরা নিয়েছি। এমন কাজ চিকিৎসা বিজ্ঞানে নতুন দিক উন্মোচন করবে। এ প্রজেক্টে সহযোগী গবেষক হিসেবে আছেন এক‌ই বিভাগের প্রভাষক সানজিদা মুকুট।

শিল্পায়নের এ যুগে নগরের শিল্প কারখানাগুলোতে ব্যবহৃত রাসায়নিকগুলোর একটি অংশ রঙ এবং তার উচ্ছিষ্ট। যা বৃষ্টির পানি কিংবা কারখানার নিষ্কাশন পদ্ধতির মাধ্যমে নদীতে গিয়ে মিশে যায়। ব্যবহৃত রঙে ক্ষতিকর উপাদানগুলো দিনে দিনে নদীর পানিকে বিষাক্ত ও ব্যবহার অনুপযোগী করে তোলে। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলছে। কারখানায় ব্যবহৃত রঙের এমন ক্ষতিকর উপাদানগুলো নদীর পানি থেকে দূরীকরণ ও তাদের প্রভাব প্রশমন করার জন্য ডাবল পেরোভস্কাইট ক্রোমিয়াম ফেরাস অক্সাইড নামক একধরনের রাসায়নিক যৌগ ব্যবহার করা হবে। যা নদীর পানির সাথে মেশানোর পর রঙে উপস্থিত উপাদানগুলোর সাথে বিক্রিয়া করে এবং ক্ষতিকর উপাদানের প্রভাব থেকে পানিকে রক্ষা করতে সহায়তা করবে।

এমন উদ্ভাবনী প্রজেক্টের প্রধান হিসেবে কাজ করছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ আলী ও সহযোগী গবেষক হিসেবে আছেন অধ্যাপক মো. মহি উদ্দিন।

চুয়েটের হয়ে চতুর্থ প্রজেক্টে অনুদান পেয়েছেন রসায়ন বিভাগের আরও একটি গবেষণা দল। যার প্রধান হিসেবে রয়েছেন অধ্যাপক ড. রঞ্জিত কুমার সূত্রধর ও গবেষণা সহযোগী হিসেবে রয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. দীন ইসলাম।

অধ্যাপক রঞ্জিত কুমার জানান, আমরা মূলত একধরনের হেটারো থায়াজোল বিশ্লেষণ নিয়ে কাজ করছি। হেটারো থায়াজোল এমন এক রাসায়নিক যৌগ যেখানে বেনজিন যৌগে কার্বন পরমানুর সাথে সালফার ও নাইট্রোজেন যোগসাজশ ঘটবে। রাসায়নিকটি মূলত ঔষধ শিল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা চিকিৎসা ক্ষেত্রে অবদান রাখবে। এখানে শুরুতে আমরা ফিনাইল থায়াজোল প্রস্তুতি নিয়ে কাজ করছি। এরপর তার সংশ্লেষণ, বিশ্লেষণ করব। এখানে সফল হওয়ার পর জীবদেহে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত জানতে পারব। মানবদেহে এর প্রভাব কেমন, রাসায়নিক ধর্মগুলো জানার মধ্য দিয়ে দেহ গঠনে উপাদান কোষ ও ক্ষুদ্রতম উপাদান প্রোটিনগুলোর সাথে এর বিক্রিয়া জানতে এক ধাপ এগিয়ে যাব। সর্বোপরি এ রাসায়নিকটি কোনো ধর্ম বা মেকানিজম ব্যবহার করে বিক্রিয়াগুলো সংঘটিত করল- বাকি অন্য কোনো গঠনের রাসায়নিক দ্রব্য এমন বিক্রিয়া দিল না সেসবের কারণ উদ্ঘাটন করাই আমাদের মূল লক্ষ্য। আমাদের প্রজেক্টে সফলতা আমাদের ঔষধশিল্প ও চিকিৎসা খাতে নতুন মাত্রা যোগ করবে।

বিশেষ গবেষণা অনুদানের জন্য নির্বাচিত হওয়ার বিষয় নিশ্চিত করে গবেষক ড. মোহাম্মদ ইসলাম মিয়া বলেন, এ অনুদান আমাদের গবেষণা প্রকল্পকে এগিয়ে নিয়ে যেতে অনেক সহায়তা করবে। উক্ত গবেষণায় শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণাক্ষেত্রে সম্পৃক্ত হতে আরো বেশি অনুপ্রেরণা জোগাবে। প্রকল্পগুলো বাস্তবায়ন হলে চুয়েট গবেষণাখাতে আরও অগ্রগতির মাধ্যমে দেশীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও সুনাম বয়ে আনবে।

উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় ৬৯৬টি গবেষণা প্রকল্পকে অনুদান দিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক গবেষণার জন্য গবেষণা অনুদান প্রদান করে আসছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবলকে বিদায় বললেন মেসির আরও এক সতীর্থ

ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি বাংলাদেশ

ভারতীয়দের জন্য সংকুচিত হচ্ছে মার্কিন দরজা

‘সোলজার’র প্রথম ঝলকে কী বার্তা দিলেন শাকিব খান?

কালবেলায় সংবাদ প্রকাশ / ক্যানসার আক্রান্ত সেই রাশিদার চিকিৎসার দায়িত্ব নিল খুলনা মেডিকেল

টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে ডিসি সারওয়ারের হুঁশিয়ারি

আবরার ফাহাদ স্মরণে ৮ স্তম্ভ নির্মাণ, ব্যয় কত

মুক্তি পেলেন ইসরায়েলে আটক পাকিস্তানের জামায়াত নেতা

মেয়াদোত্তীর্ণ পাসপোর্টে হজযাত্রী নিবন্ধনের বিষয়ে যা জানা গেল

তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নেতৃত্ব দেবেন : এম এ মালিক

১০

এক দিনের ব্যবধানে আরও বাড়ল স্বর্ণের দাম

১১

বাংলাদেশ সফরের জন্য আইরিশদের দল ঘোষণা

১২

এবার আরেক অপ্রতিরোধ্য সক্ষমতা অর্জনের পথে পাকিস্তান

১৩

কুমিল্লায় গৃহবধূকে ধর্ষণ, ২ যুবক গ্রেপ্তার

১৪

মেঘনায় অভিযানিক দল ও জেলেদের সংঘর্ষ

১৫

হংকংয়ের বিপক্ষে জয় নিয়ে আশাবাদী হামজা

১৬

যে ৬ সমস্যায় কখনোই এআইয়ের পরামর্শ নেওয়া যাবে না

১৭

গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

১৮

চাঁদাবাজদের উপযুক্ত জবাব দেওয়া হবে : কফিল উদ্দিন

১৯

ডাকসুর জিএস ফরহাদ হোসেনকে রাঙামাটিতে সংবর্ধনা

২০
X