কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের প্রশ্নে কোনো বিভাজন নয় : ডিসি তানভীর

কেরানীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে অনুদান তুলে দেন ঢাকার ডিসি তানভীর আহমেদ। ছবি : কালবেলা
কেরানীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে অনুদান তুলে দেন ঢাকার ডিসি তানভীর আহমেদ। ছবি : কালবেলা

ঢাকার জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদ বলেছেন, দেশের প্রশ্নে কোনো বিভাজন নেই। মত-পথের ভিন্নতা থাকলেও বাংলাদেশের মানুষ সর্বদা ঐক্যবদ্ধ।

তিনি বলেন, কখনো বিচ্ছিন্নভাবে কেউ কেউ তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলেও এটা বাংলাদেশের আদি রূপ নয়। আমাদের জাতীয় চেতনা হলো মুসলিম তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে, কিন্তু দেশের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলার প্রশ্নে সবাই এক ও অভিন্ন।

বুধবার (১ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে রোহিতপুর ইউনিয়নের কাঁচা গোপালের বাড়ির দুর্গাপূজামণ্ডপ ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় ডিসি তানভীর আহমেদ আরও বলেন, ঈদ বা পূজাকে কেন্দ্র করে দেশে সর্বত্র উৎসবের আমেজ থাকবে। সেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ উদযাপন করবে। প্রশাসন সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করবে। দেশের প্রশ্নে, শান্তি ও শৃঙ্খলার প্রশ্নে আমাদের অবস্থান অভিন্ন।

তিনি আশ্বস্ত করে বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন সর্বদা সতর্ক থাকবে।

হঠাৎ বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে ঢাকার ডিসি বলেন, কেরানীগঞ্জে অসংখ্য খাল ও পুকুর বিদ্যমান। আমরা পুকুর সংস্কারের কাজ হাতে নিয়েছি। খালগুলো সংস্কার করতে পারলে জলাবদ্ধতার অবসান ঘটবে। এজন্য এলাকা ভিত্তিক কমিটি গঠন করে খালগুলো চিহ্নিত করা হবে এবং সেগুলো খননের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া এ সমস্যা দূর করা সম্ভব নয়। জনগণ এগিয়ে এলে প্রশাসনও সর্বাত্মকভাবে পাশে থাকবে।

শেষে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করেন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ এসিল্যান্ড আফতাব উদ্দিন, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি হাজী রুহুল আমীনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালত থেকে পলাতক হত্যা মামলার আসামি ফের কারাগারে 

‘আল্লাহ, তুই দেহিস’ / সেই বৃদ্ধের চুল কেটে দেওয়ার ঘটনায় আরও এক আসামি গ্রেপ্তার

সমাবেশে ৪১ জনের মৃত্যু, থালাপতি বিজয়ের রাজ্যব্যাপী সফর বাতিল

ছাত্রশিবিরের মাসিক সেক্রেটারিয়েট বৈঠক অনুষ্ঠিত

জামায়াত আমিরের সঙ্গে ব্রাজিল রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নতুন কাপড় না ধুয়ে পরলে নামাজ হবে কি?

সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

সাবেক এমপি মুক্তি ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল কারাগারে

কাভার্ডভ্যানের ধাক্কায় প্রাণ গেল স্বামীর, গুরুতর আহত স্ত্রী

রিবেট সুবিধাসহ পৌরকর পরিশোধ-ট্রেড লাইসেন্স নবায়নের মেয়াদ বাড়ল

১০

ডাক্তারদের হাতের লেখা ঠিক করতে বললেন আদালত

১১

এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির : মুতাছিম বিল্লাহ

১২

১০ ঘণ্টা পরেও স্বাভাবিক হয়নি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ভোগান্তি চরমে 

১৩

‘সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত জামিন সংক্রান্ত বক্তব্য আইজিপির নয়’

১৪

বান্ধবীর কাছে ‘হিরো’ হতে গিয়ে ৪২২৯ যাত্রী নিয়ে প্রমোদতরী ডুবিয়ে দেন ক্যাপ্টেন!

১৫

মায়ের পাশে ঘুমিয়ে ছিলেন যুবক‌, জানালা খুলে গুলি করে হত্যা

১৬

চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ২০০

১৭

কী এই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, কেন আলোচনার কেন্দ্রবিন্দু?

১৮

হিন্দু সম্প্রদায়কে দুর্গাপূজার শুভেচ্ছা / প্রতিটি নাগরিকের নিরাপত্তা বিধানের দায়িত্ব রাষ্ট্রের : তারেক রহমান

১৯

স্বস্তি ফিরেছে খাগড়াছড়িতে, যান চলাচল শুরু

২০
X