কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫, ০৪:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

দেশের প্রশ্নে কোনো বিভাজন নয় : ডিসি তানভীর

কেরানীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে অনুদান তুলে দেন ঢাকার ডিসি তানভীর আহমেদ। ছবি : কালবেলা
কেরানীগঞ্জের বিভিন্ন পূজামণ্ডপে অনুদান তুলে দেন ঢাকার ডিসি তানভীর আহমেদ। ছবি : কালবেলা

ঢাকার জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদ বলেছেন, দেশের প্রশ্নে কোনো বিভাজন নেই। মত-পথের ভিন্নতা থাকলেও বাংলাদেশের মানুষ সর্বদা ঐক্যবদ্ধ।

তিনি বলেন, কখনো বিচ্ছিন্নভাবে কেউ কেউ তাদের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করলেও এটা বাংলাদেশের আদি রূপ নয়। আমাদের জাতীয় চেতনা হলো মুসলিম তার ধর্ম পালন করবে, হিন্দু তার ধর্ম পালন করবে, কিন্তু দেশের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলার প্রশ্নে সবাই এক ও অভিন্ন।

বুধবার (১ অক্টোবর) দুপুরে কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে রোহিতপুর ইউনিয়নের কাঁচা গোপালের বাড়ির দুর্গাপূজামণ্ডপ ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় ডিসি তানভীর আহমেদ আরও বলেন, ঈদ বা পূজাকে কেন্দ্র করে দেশে সর্বত্র উৎসবের আমেজ থাকবে। সেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আনন্দ উদযাপন করবে। প্রশাসন সবার জন্য সমান নিরাপত্তা নিশ্চিত করবে। দেশের প্রশ্নে, শান্তি ও শৃঙ্খলার প্রশ্নে আমাদের অবস্থান অভিন্ন।

তিনি আশ্বস্ত করে বলেন, প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন সর্বদা সতর্ক থাকবে।

হঠাৎ বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতার প্রসঙ্গ টেনে ঢাকার ডিসি বলেন, কেরানীগঞ্জে অসংখ্য খাল ও পুকুর বিদ্যমান। আমরা পুকুর সংস্কারের কাজ হাতে নিয়েছি। খালগুলো সংস্কার করতে পারলে জলাবদ্ধতার অবসান ঘটবে। এজন্য এলাকা ভিত্তিক কমিটি গঠন করে খালগুলো চিহ্নিত করা হবে এবং সেগুলো খননের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, স্থানীয় জনগণের সহযোগিতা ছাড়া এ সমস্যা দূর করা সম্ভব নয়। জনগণ এগিয়ে এলে প্রশাসনও সর্বাত্মকভাবে পাশে থাকবে।

শেষে তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুদান প্রদান করেন ও পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিনাত ফৌজিয়া, দক্ষিণ কেরানীগঞ্জ এসিল্যান্ড আফতাব উদ্দিন, কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সহসভাপতি হাজী রুহুল আমীনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়া কর্মের জন্য অমর হয়ে থাকবেন : দুলু

পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি নিয়ে নতুন নির্দেশনা

জীবন বদলে দিতে পারে এমন ৫ অভ্যাস

সাতসকালে বোমা বিস্ফোরণ, প্রাণ গেল একজনের

কেমন থাকবে আজ ঢাকার আবহাওয়া

রাজশাহীর ৬ আসনে হলফনামা / ‘ধার ও দানের’ টাকায় নির্বাচন করবেন ৮ প্রার্থী

মানসিক সক্ষমতা ধরে রাখার ৪ কার্যকর অভ্যাস

রাজধানীতে আজ কোথায় কী

আবারও বিশ্বসেরা আফগানিস্তানের জাফরান

আজ থেকে এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা

১০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধা নিহত

১১

শৈত্যপ্রবাহে কাঁপছে তেঁতুলিয়া

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

আকিজ গ্রুপে বড় নিয়োগ

১৪

বাংলাদেশ ব্যাংকে চাকরির সুযোগ

১৫

৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬

মুরাদনগরে ঝাড়ু মিছিল

১৭

নওগাঁয় বিএনপি প্রার্থীকে শোকজ

১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই হলের নাম পরিবর্তন

১৯

সাবেক ছাত্রদল নেতার ওপর দফায় দফায় হামলার অভিযোগ

২০
X