কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোভিড পরবর্তী ব্যবসায়িক অবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোভিড পরবর্তী ব্যবসায়িক অবস্থা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। ছবি : কালবেলা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোভিড পরবর্তী ব্যবসায়িক অবস্থা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। ছবি : কালবেলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোভিড পরবর্তী ব্যবসায়িক অবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে-৩ বুধবার (২৪ জানুয়ারি) এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, করোনা মহামারির আগে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর যে ঊর্ধ্বগতি ছিল করোনার কারণে আমরা সেখানে বৈরী ভাব দেখছি। এ বৈরী ভাবের কারণে যে নতুন অবস্থা তৈরি হয়েছে সেটির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ব্যবসায় ক্ষেত্রে আইসিটির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা যদি, সরকারি এবং বেসরকারি সেক্টরে সমন্বিতভাবে আইসিটির ব্যবহার নিশ্চিত করতে পারি তাহলে সমবেত প্রচেষ্টার মাধ্যমে মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

উপাচার্য আরও বলেন, এখন আমাদের এ অর্থনৈতিক বৈরিতা দূর করে অর্থব্যবস্থায়, শিল্পে, বাণিজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। স্থিতিশীল অবস্থায় কৌশল প্রণয়ন করতে হয় দুর্যোগ আসলে কীভাবে তাকে মোকাবিলা করা যাবে। এসব মনে রেখে আমাদের সক্ষমতা তৈরি করতে হবে যাতে করে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা টিকে থাকতে পারি।

প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। পরিকল্পনা করেছে ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করার। কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাবিধ উদ্যোগ প্রয়োজন। যুব সম্প্রদায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। আমাদের আরও বেশি ফ্রিল্যান্সার তৈরি করতে হবে, ফ্রিল্যান্সাররা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কাজ করে যাচ্ছে। আইসিটি খাতকে শক্তিশালীকরণের মাধ্যমে এ খাত থেকে অধিকহারে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, বিভাগসমূহের চেয়ারম্যানরা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১০

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১১

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১২

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৩

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৪

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১৫

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১৬

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৭

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৮

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৯

বিজয় থালাপতি এখন বিপাকে

২০
X