কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০২:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোভিড পরবর্তী ব্যবসায়িক অবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোভিড পরবর্তী ব্যবসায়িক অবস্থা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। ছবি : কালবেলা
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোভিড পরবর্তী ব্যবসায়িক অবস্থা’ শীর্ষক সেমিনারে বক্তব্য রাখছেন উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম। ছবি : কালবেলা

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ‘কোভিড পরবর্তী ব্যবসায়িক অবস্থা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে-৩ বুধবার (২৪ জানুয়ারি) এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শাহ্ আজম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শেখ মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, করোনা মহামারির আগে আমাদের ইন্ডাস্ট্রিগুলোর যে ঊর্ধ্বগতি ছিল করোনার কারণে আমরা সেখানে বৈরী ভাব দেখছি। এ বৈরী ভাবের কারণে যে নতুন অবস্থা তৈরি হয়েছে সেটির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে আমাদের ব্যবসায় ক্ষেত্রে আইসিটির কার্যকর ব্যবহার নিশ্চিত করতে হবে। আমরা যদি, সরকারি এবং বেসরকারি সেক্টরে সমন্বিতভাবে আইসিটির ব্যবহার নিশ্চিত করতে পারি তাহলে সমবেত প্রচেষ্টার মাধ্যমে মুদ্রাস্ফীতির লাগাম টেনে ধরে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হবে।

উপাচার্য আরও বলেন, এখন আমাদের এ অর্থনৈতিক বৈরিতা দূর করে অর্থব্যবস্থায়, শিল্পে, বাণিজ্যে স্থিতিশীলতা নিশ্চিত করতে হবে। স্থিতিশীল অবস্থায় কৌশল প্রণয়ন করতে হয় দুর্যোগ আসলে কীভাবে তাকে মোকাবিলা করা যাবে। এসব মনে রেখে আমাদের সক্ষমতা তৈরি করতে হবে যাতে করে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা টিকে থাকতে পারি।

প্রফেসর ড. মো. শাহ্ আজম বলেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছে। পরিকল্পনা করেছে ২০৪১ সালে উন্নত স্মার্ট বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করার। কর্মসংস্থান সৃষ্টির জন্য নানাবিধ উদ্যোগ প্রয়োজন। যুব সম্প্রদায় ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা রাখছে। আমাদের আরও বেশি ফ্রিল্যান্সার তৈরি করতে হবে, ফ্রিল্যান্সাররা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে কাজ করে যাচ্ছে। আইসিটি খাতকে শক্তিশালীকরণের মাধ্যমে এ খাত থেকে অধিকহারে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে।

এ সময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি ড. মো. ফখরুল ইসলাম, বিভাগসমূহের চেয়ারম্যানরা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

সিজিএস আয়োজিত নীতি সংলাপ / বৈদেশিক নীতির বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐক্যে পৌঁছানোর তাগিদ

দুপক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ৫

আর্জেন্টাইন ভক্তদের দুঃসংবাদ দিলেন বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার

বিশ্বকাপ ইস্যুতে এবার মুখ খুললেন সাকলায়েন মুশতাক

‎ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : সালাহউদ্দিন আহমদ

পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প, সরিয়ে নিচ্ছেন গ্রেগরি বোভিনোকে

অতিরিক্ত সচিব হলেন ১১৮ কর্মকর্তা

১০

এটা যেনতেন নির্বাচন নয়, দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার নির্বাচন : ইসি সানাউল্লাহ

১১

ঢাকা-৭ আসনকে আধুনিক হিসেবে গড়ে তোলা হবে : হামিদ

১২

পরিবারে কোলেস্টেরলের ইতিহাস আছে? তাহলে কী খাবেন, কী খাবেন না

১৩

হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

১৪

গালফ ফুড ফেয়ারে তৃতীয়বারের মতো অংশগ্রহণ করছে আকিজ এসেনসিয়ালস লিমিটেড

১৫

চাকরির আশায় রাশিয়া গিয়ে যেভাবে যুদ্ধে জড়িয়ে পড়ছে বাংলাদেশিরা 

১৬

কেবল নেতার পরিবর্তনের মাধ্যমে প্রত্যাশিত পরিবর্তন সম্ভব না : চরমোনাই পীর

১৭

জামায়াতের ছলচাতুরি জনগণ বুঝে ফেলেছে : আমিনুল হক

১৮

ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি সই

১৯

জাল সনদে বিসিএসে চাকরি, মামলা করবে দুদক

২০
X