শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

শাবিপ্রবিতে চাকরি মেলা শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী চাকরি মেলার উদ্বোধনী অনুষ্ঠান। ছবি : কালবেলা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। এতে ৩৫টি কোম্পানির ৩০০ পোস্টে আবেদন করতে পারবেন বৃহত্তর সিলেট বিভাগের গ্রাজুয়েটরা। মেলার আয়োজক হিসেবে রয়েছে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ‘ক্যারিয়ার ক্লাব।’

বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে চাকরি মেলার উদ্বোধন করেন শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন।

এ সময় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আশা করি কোম্পানিগুলো তাদের চাহিদা মতো গ্রাজুয়েট এই মেলা থেকে পাবেন। সিলেট বিভাগের প্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ। আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা দক্ষ ও যোগ্য রয়েছে। এবারও যারা নিয়োগ পাবে, তারাও সেই সুনাম ধরে রাখবে।

সংগঠনটির সভাপতি সাকিব হাসান রাসেল জানান, প্রথম দিন (বুধবার) চাকরিপ্রত্যাশীদের সিভি (জীবনবৃত্তান্ত) নেওয়া হবে এবং ১ ফেব্রুয়ারি সিভি নেওয়ার পাশাপাশি নির্বাচিতদের মৌখিক পরীক্ষাও নেবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো। এই চাকরি মেলায় সিলেটের সব ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন। এমনকি বাংলাদেশের অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম, গবেষণাকেন্দ্রের পরিচালক অধ্যাপক সাইফুল ইসলাম, আইআইসিটি পরিচালক অধ্যাপক জহিরুল ইসলাম, লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, প্রক্টর অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহবুবুল হাকিম প্রমুখ।

এবারের চাকরি মেলায় দেশের স্বনামধন্য ৩৫টির বেশি প্রতিষ্ঠান প্রায় ৩০০টিরও বেশি চাকরি নিয়ে অংশ নেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও ১১ নেতাকে দুঃসংবাদ দিল বিএনপি

সুখবর পেলেন মোস্তাফিজুর রহমান

স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের

রবিনের ধানের শীষেই আস্থা সাধারণ ভোটারদের 

হাদি হত্যা / ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ফের রিমান্ডে 

বেকার সমস্যা সমাধানে বৃহৎ পরিকল্পনা নিয়ে মাঠে বিএনপি : মিন্টু

ভোটাধিকার রক্ষায় সর্বোচ্চ ভোটার উপস্থিতির আহ্বান হাবিবের

পারমাণবিক অস্ত্রভাণ্ডার বাড়াতে নতুন পরিকল্পনা উত্তর কোরিয়ার

‘ঈশ্বরের আশীর্বাদ পাওয়া এক জাদুকর মেসি’

সোহেল হত্যায় একজনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন

১০

আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় সেরা ৮-এ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ

১১

নিজ দলের প্রার্থীকেই অবাঞ্ছিত ঘোষণা গণঅধিকারের নেতাকর্মীদের

১২

লক্ষ্মীপুরে যাচ্ছেন জামায়াত আমির

১৩

বিয়ের আগে যে ৭ প্রস্তুতি নেওয়া জরুরি

১৪

প্রতিটি মুসলিম যেন এই অনুভূতি পায় : মারিয়া মিম

১৫

রমজানে বিনামূল্যে ইফতার পাবেন ১২ লাখ মানুষ

১৬

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে চাকরি, কারাগারে জেষ্ঠ্য সহকারী সচিব

১৭

বিএনপি ও জামায়াতের নেতাকে শোকজ

১৮

ইরানে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে একজনের মৃত্যদণ্ড কার্যকর

১৯

সাত সাগর আর তেরো নদী পাড়ি দিয়ে মুখোমুখি জায়েদ-তানিয়া

২০
X