শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১১:০০ পিএম
অনলাইন সংস্করণ

ধর্ষণচেষ্টা ইস্যুতে ফের উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

ধর্ষণচেষ্টার ইস্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা
ধর্ষণচেষ্টার ইস্যুতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার ইস্যুতে ফের উতপ্ত হয়ে উঠেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। অভিযোগ দেওয়ার ১১ দিন পরও ওই শিক্ষকের বিরুদ্ধে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ায় শিক্ষার্থীরা ফের আন্দোলনে নেমেছেন।

রোববার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে শুরু করেন শিক্ষার্থীরা। চলে দুপুর ৩টা পর্যন্ত। এ সময় নিরাপদ ক্যাম্পাস ও অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের প্লেকার্ড হাতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য, সহউপাচার্য ও রেজিস্ট্রারের কার্যালয় রয়েছে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি দ্রুত সমাধানের আশ্বাস দেয়।

রসায়ন বিভাগের দুজন শিক্ষার্থী কালবেলাকে জানিয়েছেন, তদন্তপূর্বক অভিযুক্ত শিক্ষককে স্থায়ী বহিষ্কার এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক এ ঘটনায় মামলা দায়েরসহ দুই দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। এ দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আগামী ১৩ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে একটি সিদ্ধান্ত আসতে পারে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করেছে চবি কর্তৃপক্ষ।

এর আগে স্নাতকোত্তর পর্বের থিসিস করতে গিয়ে শিক্ষকের হাতে যৌন হয়রানির অভিযোগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের এক ছাত্রী। রসায়ন বিভাগের অধ্যাপক এবং থিসিসের সুপারভাইজার অধ্যাপক ড. মাহবুবুল মতিনের বিরুদ্ধে উপাচার্যের কাছে অভিযোগপত্র দেন ওই শিক্ষার্থী। এরপর থেকে বিভিন্ন সময়ে তদন্তপূর্বক ওই শিক্ষকের শাস্তির দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা।

ধর্ষণচেষ্টার এ ঘটনা এখনো অভিযোগ কমিটি তদন্ত করছে। অভিযোগ কমিটির আহ্বায়ক বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশবিদ্যা ইনস্টিটিউটের পরিচালক জরিন আখতার জানিয়েছেন, তদন্ত প্রতিবেদন জমা দিতে দু-এক দিন সময় লাগতে পারে। এখন প্রতিবেদন লেখা ও সম্পাদনার কাজ করছেন। এটি সম্পন্ন হলে জমা দেওয়া হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মাহবুবুল মতিনের বিরুদ্ধে করা অভিযোগ তদন্তে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়িন সেল তদন্তে নেমেছে। অভিযোগের প্রেক্ষিতে মো. মাহবুবুল মতিনকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমেদ স্বাক্ষরিত রোববারের (৫ ফেব্রুয়ারি) একটি চিঠির আদেশে উল্লেখ করা হয়েছে, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রসায়ন বিভাগের প্রফেসর ড. মো. মাহবুবুল মতিনের বিরুদ্ধে রসায়ন বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে গঠিত তদন্ত কমিটির স্বার্থে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো। বরখাস্তকালীন বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী তিনি জীবিকা ভাতাদি পাবেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় বিএনপির প্রার্থীকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন ‘বিদ্রোহী’ প্রার্থী

রোহিতের রেকর্ড ভেঙে স্টার্লিংয়ের ইতিহাস

শনিবার শুরু হচ্ছে চতুর্দশ যাকাত ফেয়ার / ‘বৈষম্যহীন, দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে যাকাত গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে’

জনস্বাস্থ্য সুরক্ষায় তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশকে আগামী সংসদের প্রথম অধিবেশনে পাশের আহ্বান

কারাবন্দি যুদ্ধাপরাধীর মৃত্যু

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা, কমান্ডো নামাচ্ছে শ্রীলঙ্কা

দেশ কোন দিকে পরিচালিত হবে এ নির্বাচন আমাদের দিকনিদের্শনা দেবে : তারেক রহমান

নির্বাচনী প্রচারণায় সহিংসতা বন্ধ করতেই হবে

চাকরিচ্যুত সেই মুয়াজ্জিনের পাশে তারেক রহমান

আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ আলম

১০

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

১১

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

১২

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

১৩

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

১৪

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

১৫

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

১৬

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

১৭

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

১৮

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

১৯

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

২০
X