বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩, ০৯:৩৪ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘স্যার’ না ডাকায় ঢাবি শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তা বোরহান উদ্দিন। ছবি : সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তা বোরহান উদ্দিন। ছবি : সংগৃহীত

স্যার বলে সম্বোধন না করায় মোহাম্মদ ওয়ালিউল্লাহ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে হয়রানির অভিযোগ উঠেছে একই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কর্মকর্তা বোরহান উদ্দিনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ২০৮ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী মোহাম্মদ ওয়ালিউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও সূর্যসেন হলের আবাসিক ছাত্র বলে জানা গেছে। এ ছাড়া অভিযুক্ত কর্মকর্তা বোরহান উদ্দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সেকশন অফিসার (শিক্ষা-২)।

ভুক্তভোগী শিক্ষার্থীর ভাষ্য, ওই শিক্ষার্থীর নামের বানানে ভুল থাকায় তিনি সংশোধনের জন্য প্রশাসনিক ভবনের ২০৮ নম্বর কক্ষে যান। ওই কর্মকর্তা বয়স্ক হওয়ায় তিনি তাকে কাকা বলে সম্বোধন করেন। এতেই ক্ষেপে যান ওই কর্মকর্তা। পরে নাম সংশোধনের জন্য কাগজপত্রের ঘাটতি রয়েছে এমন অজুহাত দেখিয়ে ওই শিক্ষার্থীর কাজ তিনি করে দেননি বলে অভিযোগ ভুক্তভোগীর।

এ বিষয়ে ভুক্তভোগী মোহাম্মদ ওয়ালিউল্লাহ কালবেলাকে বলেন, ‘আমার নামের বানানে ভুল রয়েছে। নাম সংশোধনের জন্য আমি কাগজপত্র নিয়ে আবেদনপত্র জমা দিতে যাই। সকাল ৯টায় অফিস খুললেও আমি গিয়েছি সকাল সাড়ে ৯টায়। কিন্তু ওনাকে না পেয়ে ওই অফিস থেকে নম্বর নিয়ে ফোন দেই। পরে উনি আসতেছে বলে সকাল সাড়ে দশটায় আসেন। তখন তিনি আবেদনের সঙ্গে কিছু কাগজপত্র যুক্ত করে জমা দিতে বললেন। আমি যুক্ত করে জমা দেওয়ার জন্য সেখানে আবার গেলে ওনাকে আমি কাকা বলে সম্বোধন করি। কারণ, ওনার বয়স অনেক হওয়ায় ভাই বলা ইস্ততার ব্যাপার। কিন্তু এতে তিনি রেগে যান। তখন তিনি আমার কাছে কাকা বলার কারণ জানতে চাইলেন। তখন আমি ওনাকে বললাম তাহলে আপনাকে আমি কী বলে ডাকব। তখন তিনি তাকে স্যার বলতে বললেন। তখন আমি তাকে বললাম, আপনি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নন, আপনার বয়স বেশি হওয়ায় আপনাকে কাকা বলেছি। তখন পাশের ডেস্কের একজনও আমাদের সঙ্গে আক্রমনাত্মক ভাষায় কথা বলেন। তর্কের একপর্যায়ে আমি বললাম আমার কাজটা আপনি করে দেন। কিন্তু তিনি আমার কাজ করে দেননি।’

তিনি আরও বলেন, ‘আমরা শিক্ষকদের সম্মান প্রদর্শন করে স্যার বলি। অন্য কাউকে সাধারণত স্যার বলি না। তা ছাড়া বাংলাদেশ সরকারের আইনেও তাকে স্যার বলতে হবে এমন কোনো বাধ্যকতা নেই। তিনি আমাকে অপমান ও হয়রানি করেছেন। তিনি আমার কাজ করে দেননি। আমি এ বিষয়ে আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে লিখিত অভিযোগ দিব।’

এ বিষয়ে জানতে চাইলে সেকশন অফিসার বোরহান উদ্দিন কালবেলাকে বলেন, ‘আমার চাকরি জীবনে কারও সঙ্গে কোনো খারাপ ব্যবহার করিনি। ওই শিক্ষার্থী আমার কাছে আসছে। আমাকে অনেকবার কাকা বলে সম্বোধন করেছে। আমি বলেছি অফিসিয়াল ভাষা এটা নয়। তখন তিনি বললেন অফিসিয়াল ভাষা কোনটা। তখন ওনার পাশের টেবিলের একজন বলেছে তাহলে তুমি তাকে বোরহান বলে ডাকো। তখন তিনি বললেন সিনিয়র মানুষকে আমি বোরহান বলে ডাকব কেন। তখন কথার প্রসঙ্গে আমি বলেছি তাহলে বোরহান সাহেব অথবা স্যার বলে ডাকো। ওই শিক্ষার্থীর নাম সংশোধন করতে এফিডেভিট লাগবে। সেটা তার ছিল না।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার কালবেলাকে বলেন, ‘আমি একটু আগে জেনেছি। আগে ওই শিক্ষার্থীর কাজটা হওয়া দরকার। সেজন্য আগামী রোববার প্রথমে তার কাজটা সম্পূর্ণ করার ব্যবস্থা করব। ওই কর্মকর্তাকে আমি ডাকব। তারপর যে ব্যবস্থা নেওয়ার আমি নিব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১০

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১১

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

১২

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১৩

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

১৪

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

১৫

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

১৬

চাকসুতে এক প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

১৭

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

১৮

অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে : ফায়ার সার্ভিস

১৯

গণভোট মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের

২০
X