মহান মে দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ করেছে এবি পার্টির সহযোগী ছাত্রসংগঠন ছাত্রপক্ষ।
বুধবার (১ মে) বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এ কর্মসূচি পালন করেন সংগঠনটির কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতাকর্মীরা।
মে দিবস সম্পর্কে নেতারা বলেন, ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা উপযুক্ত মজুরি আর দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছিলেন। অসহনীয় পরিবেশে তখন প্রতিদিন ১৬ ঘণ্টা কাজ করতে হতো তাদের। সপ্তাহজুড়ে অমানুসিক পরিশ্রম করে শ্রমিকদের স্বাস্থ্য তখন একেবারে ভেঙে যাচ্ছিল। শ্রমজীবী শিশুরা তো হয়ে পড়েছিল একেবারেই কঙ্কালসার। তখন দিনে ৮ ঘণ্টা শ্রমের দাবিতে শুরু হওয়া আন্দোলনের ধারাবাহিকতায় অধিকার আদায়ের সংগ্রাম এখনো চলছে।
কর্মসূচি প্রসঙ্গে তারা বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫৩ বছর পরেও এদেশে শ্রমিকের অধিকার আজও আদায় হয়নি। তারা বরাবরই নিপীড়িত-নিষ্পেষিত হচ্ছে। ছাত্রপক্ষ সবসময় অধিকার হারা শ্রমজীবী মানুষের পাশে ছিল এবং থাকবে। আগামী দিনের অধিকার আদায়ের লড়াইয়ে ছাত্র ও শ্রমিকেরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে।
ছাত্রপক্ষের কেন্দ্রীয় আহ্বায়ক মুহাম্মদ প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সাইফুল্লাহ জিহাদ, যুগ্ম সমন্বয়ক জুবায়ের হাসিব, সাব্বির রিয়ন, খালিদ হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অনান্য নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন