মহান শ্রমিক দিবস উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন (ডুমা) ও অরগানাইজেশন ফর ক্লাইমেট রেজিলিয়েন্স অ্যান্ড এনভাইরনমেন্টাল কনজারভেশন (ওসিআরইসি) এর যৌথ র্যালি ও মূকাভিনয় প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ মে) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত হয় এই প্রদর্শনী।
এতে উপস্থিত ছিলেন ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশনের সভাপতি নিয়াজ মাখদুম সিনা, ডুমার সাবেক সভাপতি শাহরিয়ার শাওন, ওসিআরইসি-র নির্বাহী সদস্য সানওয়ারুল হক সনি, মাইম ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুব আলম, ওসিআরইসির নির্বাহী সদস্য আবু সাদাত মো. সায়েম প্রমুখ। এ ছাড়া, অনুষ্ঠান সঞ্চালনা করেন ডুমার সাধারণ সম্পাদক মো. শাহজালাল সিদ্দিকী স্মরণ।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ডুমার সভাপতি বলেন, পৃথিবীতে শ্রমিকরা সবসময়ই বিত্তশালীদের কাছে শোষিত হয়ে আসছে। তাদের পর্যাপ্ত সম্মানটুকু আমরা দিচ্ছি না। কাজের পরে সর্বনিম্ন মজুরিটুকু থেকেও তাদের বঞ্চিত করছি। কিন্তু শ্রমিকরা যদি এক মিনিটের জন্যও তাদের কাজ বন্ধ করে দেয়, পৃথিবীর সব কিছু স্থবির হয়ে পড়বে।
উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতেই বক্তারা শ্রমিক অধিকার ও শিশুশ্রম বন্ধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা রাখেন। আলোচনা শেষে ঢাকা ইউনিভার্সিটি মাইম অ্যাকশন দুটি মূকাভিনয় প্রদর্শন করে যাতে শ্রমিক অধিকারের বিষয়গুলো উঠে আসে। আলোচনা ও মূকাভিনয় শেষে একটি র্যালির মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন