ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ মে ২০২৪, ০৩:০৮ পিএম
অনলাইন সংস্করণ

তাপমাত্রা সহনীয় পর্যায়ে এলে ঢাবিতে ক্লাসের ব্যাপারে নতুন সিদ্ধান্ত 

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

সারা দেশে চলমান তীব্র তাপপ্রবাহের কারণে গত ২১ এপ্রিল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চলছে অনলাইন ক্লাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে তা চলমান থাকবে বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। তবে আগামী সপ্তাহে তাপমাত্রা সহনীয় পর্যায়ে চলে আসলে সশরীরে ক্লাসের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

শুক্রবার (৩ মে) সকালে কালবেলাকে তিনি এ কথা জানান।

অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন,

গতকাল তো অনেক বেশি তাপমাত্রা ছিল। রাতে বৃষ্টি হওয়াতে এটা একটু হ্রাস পেয়েছে। আর দু-একদিন দেখা যাক। তাপমাত্রা যদি সহনীয় পর্যায়ে চলে আসে, তাহলে পরিস্থিতি বিবেচনা করে আশা করি কয়েকদিনের মধ্যেই একটা নির্দেশনা পাওয়া যাবে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট সকলে একত্রিত হয়ে শীঘ্রই একটি সভা করব। সেই সভার সিদ্ধান্ত সবাইকে জানিয়ে দেওয়া হবে।

এর আগে, গতকাল (বৃহস্পতিবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালও পরিবেশ ঠান্ডা না হওয়া পর্যন্ত অনলাইনেই ক্লাস চলবে বলে গণমাধ্যমকে জানান।

তিনি বলেন, একাডেমিক কাউন্সিলের সভায় অফলাইন ক্লাসের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। তাই আগামী রোববারেও অনলাইনেই ক্লাস চলমান থাকবে। সপ্তাহের শুরুতে বৃষ্টি হলে পরিবেশ ঠান্ডা হওয়া সাপেক্ষে রোববারের পরে অফলাইন ক্লাস হতে পারে। এক্ষেত্রে বিজ্ঞপ্তির মাধ্যমে পূর্বেই জানিয়ে দেওয়া হবে। তবে পরিবেশ অনুকূল না হলে অনলাইনেই ক্লাস চলমান থাকবে।

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনলাইন ক্লাসের সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে চলা তীব্র তাপপ্রবাহের কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস অনুষ্ঠিত হবে।

এতে কোনো শিক্ষার্থী হল অথবা বাসার বাইরে আসতে চাইলে স্বাস্থ্যঝুঁকি এড়াতে কিছু স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে চলাফেরা করার পরামর্শও দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেগুলো হলো- সাদা বা হালকা রঙের ঢিলেঢালা সুতি পোশাক পরিধান করা, যথাসম্ভব ছায়াযুক্ত স্থানে থাকা, বাইরে যেতে হলে মাথার জন্য চওড়া কিনারাযুক্ত টুপি, ক্যাপ বা ছাতা ব্যবহার করা, বিশুদ্ধ পানি পান করা, প্রয়োজনে লবণযুক্ত তরল- যেমন: খাবার স্যালাইন ইত্যাদি পান করা এবং তাপমাত্রা বৃদ্ধিকারী পানীয়, যেমন চা ও কফি পান থেকে বিরত থাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রিটিশ আমেরিকান রিসোর্স সেন্টারে চাকরির সুযোগ

বালু লুটে বিপর্যয়ের মুখে হাওরাঞ্চলের কৃষি ও পরিবেশ

চমক রেখে প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার দল ঘোষণা

নিয়োগ দিচ্ছে আগোরা

বাগদান সারলেন বিজয়-রাশমিকা!

কেন মৌকে দেখে পালিয়ে যান পরীমণি?

ঘুমের মধ্যে পায়ের রগে টান কেন পড়ে, কোনো রোগের লক্ষণ নয়তো

শিগগির শুরু হবে ঢাকা-পাবনা রেল চলাচল

জামাতে নামাজ আদায় করে পুরস্কার পেলেন ৮ জন

পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আজ

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

সেনাবাহিনীকে গাজায় অভিযান থামাতে বলল ইসরায়েল

১২

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

১৩

যশোরে চিকিৎসাধীন বিএনপি নেতার মৃত্যু

১৪

আমিরাতে লটারিতে ৬৬ কোটি টাকা জিতলেন প্রবাসী হারুন

১৫

আকাশপ্রেমীদের জন্য এ মাসে দারুণ খবর

১৬

আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

এসএসসি পাসেই চাকরি দিচ্ছে বসুন্ধরা গ্রুপ

১৮

৪ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X