খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) হয়ে গেল ঘুড়ি উৎসব-১৪৩১। শুক্রবার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের ২০ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।
‘নতুন দিনের নতুন ভোরে গাইব নতুন গান, জীর্ণতাকে দূরে ঠেলে জুড়াব আজ প্রাণ’ এই স্লোগানে দুই দিনব্যাপী বৈশাখী উৎসবের প্রথম দিনে ঘুড়ি উৎসবের সঙ্গে ছিল আরও বিভিন্ন আয়োজন।
আয়োজক সূত্রে জানা যায়, পুরোনো দিনের ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে এই ঘুড়ি উৎসবের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই তাদের এই আয়োজন।
বিকেল ৪টায় শুরু হওয়া এ ঘুড়ি উৎসবে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পাশাপাশি মেতে ওঠেন খুলনাবাসীরাও। বিভিন্ন আকার-আকৃতির রং-বেরঙের ঘুড়িতে ছেয়ে যায় আকাশ। তৈরি হয় মনোরম দৃশ্য। দর্শনার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের মাঠ মুখর হয়ে ওঠে। ধীরে ধীরে বাড়তে থাকে উৎসবের আমেজ। নাগরদোলার ক্যাঁচর ক্যাঁচর শব্দ মনে করিয়ে দেয় পুরোনো গ্রামবাংলার ঐতিহ্য।
দুই দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে আগামীকাল থাকবে বৈশাখী মেলা। সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক ডিসিপ্লিন থেকে নানা রকমের খাবার, পোশাক, হস্তশিল্প, সাজ সরঞ্জাম নিয়ে থাকবে দোকান। তীব্র গরমকে মাথায় রেখে বিভিন্ন ধরনের শরবত এবং ঠান্ডা পানীয়, লাচ্ছি, কুলফির ব্যবস্থা থাকবে বলেও জানান আয়োজকরা। সবমিলিয়ে অনুষ্ঠান ঘিরে থাকবে নাচ, গানসহ নানা আয়োজন।
মন্তব্য করুন