বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ মে ২০২৪, ০৪:০৮ এএম
অনলাইন সংস্করণ

ওয়েস্ট টু হোপের বার্ষিক মিট আপ অনুষ্ঠিত

ওয়েস্ট টু হোপের বার্ষিক মিট আপ। ছবি : কালবেলা
ওয়েস্ট টু হোপের বার্ষিক মিট আপ। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বর্জ্য ব্যবস্থাপনা সমাধানে নিবেদিত একটি নেতৃস্থানীয় সংগঠন হলো ‘ওয়েস্ট টু হোপ’। ‘বর্জ্য মোকাবেলায় জ্ঞান ভাগ করণ এবং সহযোগিতার মাধ্যমে যুবকদের ক্ষমতায়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে তারা আয়োজন করে বার্ষিক চেঞ্জমেকারস মিট আপ-২০২৪।

বৃহস্পতিবার (২ মে) সন্ধ্যা ৬ টায় ময়মনসিংহ শহরের ধানসিঁড়ি রেস্টুরেন্টে ওই মিট আপের আয়োজন করা হয়। বার্ষিক ওই মিট আপে ওয়েস্ট টু হোপের সদস্যদের সঙ্গে বাকৃবির যুব-নেতৃত্বাধীন ক্লাব এবং সংগঠনের প্রতিনিধিদের একত্রিত করা হয়। এ ছাড়া মিট আপে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগের ব্র্যাকের ইয়ুথ মবিলাইজার নুসরাত জাহান পলি এবং বাকৃবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মো. তানিউল করিম জীম।

আলোচনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। বিশেষজ্ঞ এবং অভিজ্ঞ চেঞ্জমেকাররা যথাক্রমে প্লাস্টিক দূষণের প্রভাব এবং প্লাস্টিক-মুক্ত ভবিষ্যতের উদ্ভূত পরিস্থিতির সমাধান নিয়ে আলোচনা করেন। আলোচনায় অংশগ্রহণকারীরা বায়োডিগ্রেডেবল বিকল্প, বর্জ্য থেকে শক্তি প্রযুক্তি এবং সম্প্রদায়-ভিত্তিক পুনর্ব্যবহারযোগ্য উদ্যোগ বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও কার্যকর যোগাযোগ এবং কৌশল যেমন প্লাস্টিক দূষণ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি বিষয়েও আলোকপাত করা হয়। আলোচনা সভার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল সহযোগিতার ওপর দৃষ্টিপাত।

এছাড়াও দূষণের পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন ও সাশ্রয়ী শক্তির বিরুদ্ধে কার্যকর সমাধানের পাশাপাশি নারী ও পুরুষ উভয়ের সমান অবদান নিশ্চিত করা নিয়েও আলোচনা করা হয় ওই মিট আপে। আলোচনা সভা শেষে কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় ওই মিট আপ।

ওয়েস্ট টু হোপের প্রতিষ্ঠাতা পরিচালক এস এম সাজ্জাদ উল ইসলাম বলেন, বাকৃবির বিভিন্ন ক্লাব ও সংগঠন থেকে এখানে অনেক তরুণ-তরুণীকে জড়ো হতে দেখে আমরা রোমাঞ্চিত। আমরা এ মিট আপ প্রোগ্রামের মাধ্যমে অন্যান্য সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে তাদের পরিকল্পনাগুলো শুনেছি। সেগুলো বাস্তবায়নে যথাপোযুক্ত পদক্ষেপ গ্রহণের জন্য সকল ক্লাবগুলোর একত্রে কাজ করার ক্ষেত্রে একটি কমন প্ল্যাটফর্ম তৈরি করা এবং একত্রে কীভাবে কাজ করা যায় সে বিষয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা দৃঢ়ভাবে বদ্ধ পরিকর।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১০

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১১

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১২

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৩

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

১৪

ক্ষমা চাইলেন স্বাধীন খসরু 

১৫

স্বাধীনতাবিরোধীরা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত : আমিনুল হক

১৬

ঢাকায় উদযাপিত হলো রাশিয়ান পতাকা দিবস

১৭

একাদশে ভর্তিতে কোনো শিক্ষার্থী পায়নি ৩৭৮ কলেজ

১৮

৫০ হাজারে শ্লীলতাহানির রফাদফা করলেন সভাপতি-প্রধান শিক্ষক

১৯

কে বেশি টাকা দেয়, ফেসবুক নাকি ইউটিউব

২০
X