কুবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ মে ২০২৪, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কুবিতে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা
কুবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি। ছবি : কালবেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (৮ মে) ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি বাংলোর সামনে অবস্থান করেন শিক্ষার্থী। পরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে মিছিল শেষ করে প্রধান ফটকে অবস্থান কর্মসূচি পালন করেন।

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, গত ৫ মে কুমিল্লা বিশ্ববিদ্যালয় আবাসিক হলসমূহ নিয়ে উপাচার্যের উসকানিমূলক ও মানহানিকর দাবি প্রত্যাহার করা এবং আবাসিক শিক্ষার্থীদের কাছে কক্ষ চাওয়ার দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম কিন্তু প্রশাসন দৃশ্যমান কোনো পদক্ষেপ গ্রহণ না করায় শিক্ষার্থীদের এ অবস্থান কর্মসূচি।

কর্মসূচিতে এক শিক্ষার্থীরা বলেন, আমি আজ বাসায় গেলাম মা-বাবা বলল বের হয়ে যাও! তখন কেমন লাগবে আমার? বিশ্ববিদ্যালয়ে আমাদের অবস্থান এমন হয়েছে। উপাচার্য বলেছেন, হলের শিক্ষার্থীদের টাকা দিয়ে কিনে নেওয়া হচ্ছে, আমাদের কাছে নাকি অস্ত্র আছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওনি এ বক্তব্য দিতে পারেন না। আমরা চাই ওনি শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইবে। আজ বা কাল হলগুলো যদি সিলগালা করে দেয় তাহলে আমরা কোথায় যাব? আমরা তো অনিরাপদ। যতদিন প্রশাসন আমাদের দাবি না মানবে ততদিন আমরা কর্মসূচি চালিয়ে যাব।

বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া সবুজ নামের এক শিক্ষার্থী বলেন, কোনো কারণ ছাড়া ক্যাম্পাস বন্ধ করে দিয়েছে প্রশাসন। এত অদূরদর্শিতা নিয়ে প্রশাসন চালানো যায় না। শিক্ষকদের সামান্য বিষয় সামলাতে না পেরে যদি ক্যাম্পাস বন্ধ করে দেন তাহলে শিক্ষার্থীদের ঝামেলা হলে প্রশাসনকে খুঁজে পাওয়া যাবে না। এ স্বৈরাচারী সিদ্ধান্ত শিক্ষার্থীরা মানে না। অতিদ্রুত ক্যাম্পাস খুলে দিন শিক্ষার্থীদের সেশনজট মুক্ত করুন।

দত্ত হলের আবাসিক শিক্ষার্থী রবিন চন্দ্র দাস বলেন, গত ৫ মে আমরা আবাসিক হলসমূহ রেজিস্ট্রার বরাবর প্রতিবাদলিপি জমা দেই। আজকে আমরা আবাসিক হলসমূহের শিক্ষার্থীরা জরুরি সিন্ডিকেট সভায় মিথ্যা তথ্য উপস্থাপন করে বিশ্ববিদ্যালয় ও হল সমূহ বন্ধের অবৈধ সিদ্ধান্ত প্রত্যাহার ও অবিলম্বে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার দাবিতে ক্যাম্পাস গেটে আমরা অবস্থান কর্মসূচি করি। প্রশাসন যদি আমাদের বিশ্ববিদ্যালয় ও হলগুলো খুলে না দেয় তাহলে আমরা আরও কঠোরতম পদক্ষেপে যাব।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ৯৩তম জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় ও হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১০

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১১

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১২

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৩

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৪

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৫

বিজয় থালাপতি এখন বিপাকে

১৬

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৭

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৮

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৯

সুর নরম আইসিসির

২০
X