রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ মে ২০২৪, ০৭:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্ববিদ্যালয়কে সর্বজনীন পেনশনের বাইরে রাখার দাবি রাবি শিক্ষকদের

সর্বজনীন পেনশনসংক্রান্ত ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন। ছবি : কালবেলা
সর্বজনীন পেনশনসংক্রান্ত ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবিতে শিক্ষক সমিতির মানববন্ধন। ছবি : কালবেলা

দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীদের সর্বজনীন পেনশনসংক্রান্ত ‘প্রত্যয় স্কিম’ বাতিলের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। রোববার (২৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি থেকে এ দাবি জানান তারা।

কর্মসূচিতে অংশ নিয়ে ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক আব্দুল কুদ্দুস বলেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে আমরা এখানে দাঁড়িয়েছি। যে প্রতিষ্ঠানগুলোতে কোনো পেনশন ব্যবস্থা ছিল না সেগুলোতে সর্বজনীন পেনশনের অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু দেশের ৪টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, যেগুলো ’৭৩-এর নিয়ম অনুযায়ী চলে সেগুলোতে পেনশন ব্যবস্থা আগে থেকেই চালু আছে। তারপরও বর্তমান সরকার কীসের ভিত্তিতে বা কার চক্রান্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও সর্বজনীন পেনশনের আওতায় নিয়ে এলো আমরা জানি না। আমরা বিশ্ববিদ্যালয়কে এ প্রজ্ঞাপনের বাইরে রাখার দাবি জানাচ্ছি।

প্রাণরসায়ন ও অনুপ্রাণবিদ্যা বিভাগের অধ্যাপক রেজাউল করিম বলেন, ‘আগের পেনশন ব্যবস্থায় আমাদের কোনো সমস্যা হয় নেই। আমরা সন্তুষ্ট ছিলাম। কিন্তু এ বছরের জুলাই থেকে যারা নতুন নিয়োগ পাবে, তারা এই স্কিমের আওতায় পড়বে। আর এ জন্য আমাদের সঙ্গে তাদের একটা বড় বৈষম্যের সৃষ্টি হবে। আমরা বিশ্ববিদ্যালয়কে জাতি গঠনের কারখানা মনে করি। শিক্ষকরা এই কারখানার কারিগর হয়ে থাকেন। এ পেশায় যারা আসবেন তারা মেধাবী শিক্ষার্থী। তাই এখানে যাতে মেধাবীরা না আসে তার জন্য একটা চক্রান্ত করা হচ্ছে বলে আমি মনে করি।’

কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক হাবিবুর রহমান। এ সময় তিনি বলেন, ‘শিক্ষাক্ষেত্রে সরকারের বিভিন্ন কার্যক্রমে যখন সবাই প্রশংসা করছিল ঠিক সেই সময়ই এই বৈষম্যমূলক এই প্রত্যয় স্কিম ঘোষণা করা হয়েছে। এ সিদ্ধান্তটি আমাদের যে সংবিধান আছে সেটার মূল চেতনার পরিপন্থি। প্রজ্ঞাপনের এই সিদ্ধান্ত যদি প্রবর্তিত হয়, তবে যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করবে তাদের সঙ্গে একটা বৈষম্য তৈরি হবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশের ওপর প্রভাব পড়বে। এই দাবির প্রক্ষিতে আগামী ২৮ তারিখ দুই ঘণ্টার কর্মবিরতি পালন করব। তারপরেও যদি দাবি মানা না হয় তাহলে নতুন কর্মসূচি গ্রহণ করা হবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. ওমর ফারুক সরকারের সঞ্চালনায় মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বাংলা বিভাগের অধ্যাপক মানিকুল ইসলাম, প্রাণরসায়ন ও অণুপ্রাণবিদ্যা বিভাগের অধ্যাপক রেজাউল করিম, একই বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান, আমীরুল ইসলাম প্রমুখ। এ সময় অর্ধশত শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় / এআই ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

‘র’-এর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাউকে উপদেষ্টা করা হয়নি : জুলাই ঐক্য

চবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের পাল্টাপাল্টি কর্মসূচি, উত্তপ্ত ক্যাম্পাস

রাকসু নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট শুরু বৃহস্পতিবার 

শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালালেন প্রধান শিক্ষক, ভিডিও ভাইরাল

ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা

যুক্তরাজ্যে সর্বোচ্চ যৌন অপরাধ করে ভারতীয়রা

স্ত্রীর জন্য দোয়া চাইলেন প্রযোজক ইকবাল

ইকসু গঠন ও নির্বাচনের গঠনতন্ত্র প্রণয়নে ১১ সদস্যের কমিটি

বনজ কুমারের মামলায় খালাস পেলেন ইলিয়াস

১০

নদীতে চর ধসে আতঙ্কে শতাধিক পরিবার

১১

ওয়াই-ফাইয়ের রেডিয়েশন থেকেও হতে পারে ভয়াবহ রোগ!

১২

আসনসীমা নিয়ে শুনানি শেষ, চূড়ান্ত তালিকা প্রকাশ শিগগিরই 

১৩

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, ঝোড়ো হাওয়ার শঙ্কা

১৪

মুহূর্তের ব্যবধানেই ভেস্তে গেল বন্দরে ডাকাতির পরিকল্পনা

১৫

মেসিকে না পারলেও রোনালদোকে ছাড়িয়ে গেছেন টেইলর সুইফট

১৬

কিডনি রোগ হলে কী কী লক্ষণ হবে শরীরে

১৭

এবার ৫ কোটি টাকা চাঁদাবাজির মামলায় সমন্বয়ক রিয়াদ রিমান্ডে 

১৮

কাগজপত্র জালিয়াতি করে অধ্যক্ষ হয়েছেন জাকির হোসেন

১৯

বিপিএলে ১ বলে ১৫ রান দেওয়া বোলার এবার দিলেন ১ বলে ২২ রান!

২০
X