শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সর্বজনীন পেনশন ইস্যুতে শাবি শিক্ষক সমিতির অর্ধদিবস কর্মবিরতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি অর্ধদিবস কর্মবিরতি পালন। ছবি : কালবেলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি অর্ধদিবস কর্মবিরতি পালন। ছবি : কালবেলা

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাখ্যানের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। এ সময় দাবি আদায় না হলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অর্ধদিবস কর্মবিরতি পালন করে শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে এ আয়োজনে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি ও দুপুর ১২টা থেকে থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

এ সময় প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিও জানান তারা।

শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ ফারুক উদ্দীন, অধ্যাপক ড. সাবিহা আফরিন, অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দীন, অধ্যাপক ড. মো. আজহারুল আরাফাত, অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. মুরাদ ও সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খান।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম চালুর মাধ্যমে দেশকে মেধাশূন্য জাতিতে পরিণত করার পাঁয়তারা চলছে। যদি এটি চালু হয় মেধাবীরা এ দেশে শিক্ষকতা নামক পেশায় আসতে চাইবে না। এমনিতেই আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার প্রবণতা বেশি। এরইমধ্যে এ ধরনের বৈষম্যমূলক পেনশন স্কিম চালুর প্রজ্ঞাপন দেশের মেধাবীদের শিক্ষকতা বিমুখ করার অপচেষ্টা। অতিদ্রুত এ পেনশন স্কিম প্রত্যাখ্যানের সিদ্ধান্ত না আসলে দেশের সব শিক্ষকের অংশগ্রহণে লাগাতার কর্মসূচি পালন করা হবে।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, উদ্ভূত এ সমস্যায় সরকারপ্রধানের হস্তক্ষেপ প্রয়োজন। শিক্ষা ও শিক্ষকদের অবহেলা করে স্মার্ট বাংলাদেশ গঠন করা যাবে না। এ পেনশন স্কিম প্রত্যাখ্যানে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুশকি দূর করুন সহজ ঘরোয়া যত্নে

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

রাইস কুকার না মাল্টি কুকার? কোনটা আপনার জন্য ভালো বুঝে নিন

বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার

রাজধানীতে আজ কোথায় কী

গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে ক্যানসারের মতো বড় সমস্যা

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

এসিআই মোটরসে চাকরির সুযোগ

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

১০

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

১১

‘প্রমাণ ছাড়া যে কোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

১২

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

১৩

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

১৪

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

১৫

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

১৬

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

১৭

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

১৮

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১৯

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

২০
X