শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৭:২৭ পিএম
অনলাইন সংস্করণ

সর্বজনীন পেনশন ইস্যুতে শাবি শিক্ষক সমিতির অর্ধদিবস কর্মবিরতি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি অর্ধদিবস কর্মবিরতি পালন। ছবি : কালবেলা
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি অর্ধদিবস কর্মবিরতি পালন। ছবি : কালবেলা

সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাখ্যানের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতি অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে। এ সময় দাবি আদায় না হলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেয় শিক্ষক সমিতি।

মঙ্গলবার (৪ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে অর্ধদিবস কর্মবিরতি পালন করে শিক্ষক সমিতি। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে এ আয়োজনে সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি ও দুপুর ১২টা থেকে থেকে ১টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষকরা।

এ সময় প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিও জানান তারা।

শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম, অধ্যাপক মোহাম্মদ ফারুক উদ্দীন, অধ্যাপক ড. সাবিহা আফরিন, অধ্যাপক ড. স্বপন কুমার সরকার, অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দীন, অধ্যাপক ড. মো. আজহারুল আরাফাত, অধ্যাপক ড. গোকুল চন্দ্র বিশ্বাস, অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মো. মুরাদ ও সহকারী অধ্যাপক মনিরুজ্জামান খান।

কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা বলেন, সর্বজনীন পেনশন স্কিম চালুর মাধ্যমে দেশকে মেধাশূন্য জাতিতে পরিণত করার পাঁয়তারা চলছে। যদি এটি চালু হয় মেধাবীরা এ দেশে শিক্ষকতা নামক পেশায় আসতে চাইবে না। এমনিতেই আমাদের দেশের মেধাবী শিক্ষার্থীদের বিদেশে যাওয়ার প্রবণতা বেশি। এরইমধ্যে এ ধরনের বৈষম্যমূলক পেনশন স্কিম চালুর প্রজ্ঞাপন দেশের মেধাবীদের শিক্ষকতা বিমুখ করার অপচেষ্টা। অতিদ্রুত এ পেনশন স্কিম প্রত্যাখ্যানের সিদ্ধান্ত না আসলে দেশের সব শিক্ষকের অংশগ্রহণে লাগাতার কর্মসূচি পালন করা হবে।

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বক্তারা বলেন, উদ্ভূত এ সমস্যায় সরকারপ্রধানের হস্তক্ষেপ প্রয়োজন। শিক্ষা ও শিক্ষকদের অবহেলা করে স্মার্ট বাংলাদেশ গঠন করা যাবে না। এ পেনশন স্কিম প্রত্যাখ্যানে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলের দিন ফ্রান্সের জয়, লুক্সেমবার্গকে হারিয়ে শীর্ষে জার্মানি

সদরঘাটে চালকের ছুরিকাঘাতে চালক খুন

মার্কিন সেনাদের বিস্ফোরক সরবরাহ করা কোম্পানিতে বিস্ফোরণ

শরীরের সবচেয়ে নোংরা অংশ কোনটি, জানলে অবাক হবেন

ডেপুটি ম্যানেজার নিচ্ছে দারাজ, সপ্তাহে দুদিন ছুটি 

বিপিএলে কমছে দল সংখ্যা, জানা গেল নিলাম কবে

ক্যালিফোর্নিয়ার প্রবাসীদের জন্য এনআইডি কার্যক্রমের উদ্বোধন

মৃত্যুর পর ভিক্ষুকের ঘরে মিলল বস্তাভর্তি টাকা

আজ হারলেই সিরিজ শেষ বাংলাদেশের

উত্তরে শীতের আমেজ, পঞ্চগড়ে ঘন কুয়াশা

১০

স্বর্ণ কিনবেন? জেনে নিন আজকের বাজারদর

১১

সাতসকালে অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত

১২

ভলিবল কোচের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ, কলেজছাত্রীর মৃত্যু

১৩

চশমা পরে লালগালিচায় বিড়ালের ‘ক্যাটওয়াক’

১৪

যেভাবে ভেনেজুয়েলার বিপক্ষে জয়সূচক গোলের দেখা পেল আর্জেন্টিনা

১৫

আবাসন সুবিধাসহ নিয়োগ দিচ্ছে আরএফএল গ্রুপ

১৬

১১ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

চীনা পণ্যে বাড়তি ১০০ শতাংশ শুল্কের ঘোষণা ট্রাম্পের

১৮

ঢাকায় কখন হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

১৯

সাত কলেজের শিক্ষার্থীদের নতুন কর্মসূচি আজ

২০
X