শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ১১:৫০ পিএম
অনলাইন সংস্করণ
সর্বজনীন পেনশন স্কিম

শাবিপ্রবিতে শিক্ষকদের ২য় দিনের কর্মবিরতি

শাবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি পালন। ছবি : কালবেলা
শাবিপ্রবিতে শিক্ষকদের কর্মবিরতি পালন। ছবি : কালবেলা

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সর্বজনীন পেনশন স্কিম প্রত্যাহারের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো অর্ধদিবস কর্মবিরতি কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষক সমিতি।

বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয়সমূহের শিক্ষকদের প্রস্তাবিত সুপারগ্রেডে অন্তর্ভুক্তকরণ এবং স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের আহ্বানে শাবিপ্রবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বুধবার (২৬ জুন) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এ কর্মসূচিতে শাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় এবং অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন অধ্যাপক ড. মো. আবুল গণি, অধ্যাপক ড. মোহাম্মাদ মস্তাবুর রহমান, অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদার, অধ্যাপক মোখলেছুর রহমান আহমেদ ও অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল আলম আমিন।

এ সময় বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের মেধা, গবেষণা ও উদ্ভাবনী কর্মদক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বিভিন্ন সময়ে নানা রকমের হয়রানি ও ষড়যন্ত্রের শিকার হচ্ছে। হঠাৎ করে ‘প্রত্যয়’ নামক সর্বজনীন পেনশন স্কিম পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর চাপিয়ে দিয়ে শিক্ষকদের সঙ্গে চরম বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, যার ফলে শিক্ষকরা আজ চরম উৎকণ্ঠিত ও অসন্তুষ্টিতে পর্যুদস্ত।

তারা বলেন, এ বৈষম্যমূলক প্রজ্ঞাপনের ফলে মেধাবীরা আজ শিক্ষকতা নামক মহান পেশা থেকে দূরে সরে যাবে এবং দেশের মেধা বিদেশে পাচার হয়ে যাবে। এটা দেশের শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এ অবস্থা উত্তরণের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ রাস্তায় নেমে আন্দোলন করতে বাধ্য হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বৈষম্যমূলক সর্বজনীন পেনশন প্রত্যাহারের দাবিসহ অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে অনেক দিন ধরেই নানা আন্দোলন কর্মসূচির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করছে। কিন্তু এখন পর্যন্ত যথাযথ কর্তৃপক্ষের পক্ষ থেকে আশানুরূপ কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কঠিন থেকে কঠিনতর আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে।

বক্তারা আরও বলেন, শিক্ষকদের মাঝে বিরাজমান উৎকণ্ঠা ও অসন্তুষ্টি লাঘব করে শিগগিরিই উপরে উল্লেখিত দাবিসমূহ বাস্তবায়ন করে দ্রুত শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায়, শিক্ষকরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে হুঁশিয়ারি দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে গোনাহ একবার করার সাজা ১০ গুণেরও বেশি!

সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

বিপিএল : বড় চমক দেখাল ঢাকা ক্যাপিটালস

তারেক রহমানের জন্মদিনে ড্যাবের দোয়া মাহফিল

ফিলিস্তিনিদের সুখবর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

স্কুলছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, থানায় গেলেন প্রথম স্ত্রী

দুবাই এয়ারশোতে রাশিয়ার স্টেলথ ফাইটারের তাক লাগানো প্রদর্শনী

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল নিয়ে জামায়াতের প্রতিক্রিয়া

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তারেক রহমানের শুভেচ্ছা

দেশে ফিরে বাংলাদেশকে নিয়ে অভিযোগ ভারতের, অস্বীকার ফেডারেশনের

১০

৩ ধরনের মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত সরকারের

১১

‘৪১ বছর আগে জামায়াতের পক্ষ থেকে তত্ত্বাবধায়কের প্রথম প্রস্তাব দেওয়া হয়’

১২

রোবটের নাচ দেখে চমকে গেলেন পুতিন

১৩

তারেক রহমানের জন্মদিনে ঘাটাইল বিএনপির অন্যরকম উদ্যোগ

১৪

স্কুল কর্তৃপক্ষের অবহেলায় স্বপ্নভঙ্গ ১০ শিক্ষার্থীর

১৫

তারেক রহমানকে কটূক্তির অভিযোগে করা মামলার আবেদন খারিজ

১৬

হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে ব্লক করেছে কি না বুঝবেন যেভাবে

১৭

দুলাভাই-শ্যালকের ঋণ শোধ করে দিল হাঁস

১৮

শাহরুখের সিনেমার নকল শাকিবের ‘সোলজার’?

১৯

নাশকতাকারীদের গুলি করার নির্দেশ নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য

২০
X