রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪২ পিএম
অনলাইন সংস্করণ

রুয়েটে ভর্তিযুদ্ধ শনিবার, প্রতি আসনে লড়বেন ১৬ শিক্ষার্থী

পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। ছবি : কালবেলা
পরীক্ষার প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক। ছবি : কালবেলা

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণিতে ভর্তিতে প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (৮ ফেব্রুয়ারি)। এবার রুয়েটের প্রতিটি আসনের জন্য লড়বেন ১৬ শিক্ষার্থী।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক সংবাদ সম্মেলন করে পরীক্ষার প্রস্তুতির কথা তুলে ধরেন।

তিনি জানান, রুয়েটে ভর্তি পরীক্ষায় ১ হাজার ২৩৫টি আসনের বিপরীতে ১৯ হাজার ৯১৫ ভর্তিচ্ছু অংশ নেবে। সে অনুযায়ী প্রতিটি আসনের বিপরীতে লড়বেন ১৬ জন। ভর্তি পরীক্ষা তিন শিফটে আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাক-নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষার শিফট ও পরীক্ষার্থীদের রোল নম্বর প্রকাশ করা হয়েছে।

উপাচার্য বলেন, ‘ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষাকে কেন্দ্র করে যে কোনো ধরনের জালিয়াতি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

সংবাদ সম্মেলনে ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম জানান, প্রথম শিফটে পরীক্ষায় অংশগ্রহণ করবেন রোল নম্বর-১০০০০১ থেকে ১০৬৬৩৯ পর্যন্ত শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় শিফটে রয়েছে রোল নম্বর-২০০০০১ থেকে ২০৬৬৩৮ পর্যন্ত, তাদের পরীক্ষা চলবে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত। এছাড়া তৃতীয় শিফটে রোল নম্বর- ৩০০০০১ থেকে ৩০৬৬৩৮ পর্যন্ত পরীক্ষা হবে, তাদের পরীক্ষা চলবে বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত।

অধ্যাপক রবিউল ইসলাম বলেন, প্রাক-নির্বাচনী পরীক্ষা শেষে নির্বাচনী (লিখিত) পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি। লিখিত পরীক্ষা হবে ২০ ফেব্রুয়ারি। এ পরীক্ষায় ‘ক’ ও ‘খ’ উভয় গ্রুপের জন্য সর্বমোট ৩৫০ নম্বরের লিখিত পরীক্ষা এবং ‘খ’ গ্রুপের জন্য অতিরিক্ত ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা হবে। পরে ভর্তির জন্য নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হবে ৮ মার্চ।

তিনি জানান, পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীকে অবশ্যই উচ্চ মাধ্যমিকের মূল রেজিস্ট্রেশন কার্ড ও ফটোকপি, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কোটাধারীদের গোত্রপ্রধানের দেওয়া সনদের সত্যায়িত ফটোকপি সঙ্গে রাখতে হবে। আর পরীক্ষা চলাকালে অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে রাখা যাবে না।

সংবাদ সম্মেলনে ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রবিউল ইসলাম সরকার, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচএম রাসেল, ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. আব্দুল্লাহ আল মাহমুদ, উপ-পরিচালক (প্রশাসন) জেডএইচএম মনজুর মোর্শেদ, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো. গোলাম মুরতুজা প্রমুখ উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

চাকসু নির্বাচনের প্রচারে এগিয়ে ছাত্রদলের প্যানেল

জনপ্রশাসনের এপিডি এরফানুল হককে বদলি

কর্ণফুলীর তীরে নতুন আশা

চাকসু নির্বাচনে আরও তিন প্যানেলের ইশতেহার ঘোষণা

১০

সিলেট বিমানবন্দরে বিদ্যুৎস্পর্শে যুবকের মৃত্যু, থানায় মামলা

১১

বৃষ্টি আর কতদিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

১২

আগে টাইফয়েড টিকা গ্রহণকারীরা কি আবার নিতে পারবে?

১৩

বিভিন্ন দাবি নিয়ে আন্দোলনে নামছেন সাবেক মেয়র আরিফ

১৪

পরাজয়ে কার্যত শেষ বাংলাদেশের এশিয়ান কাপ আশা

১৫

ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার ৮ বছরে কারাদণ্ড

১৬

ইরানি ক্ষেপণাস্ত্র পাল্লা থেকে ‘সব সীমা’ তুলে নিলেন খামেনি!

১৭

ইমো হ্যাকিং চক্রের ১২ সদস্য আটক

১৮

ঢাকা-১৮ আসনে বিএনপি নেতা মোস্তফা জামানের উঠান বৈঠক

১৯

শতাধিক সনাতনী যোগ দিলেন বিএনপিতে

২০
X