মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ০৯:০৮ পিএম
অনলাইন সংস্করণ

এইচএসসি পরীক্ষায় ৯ শিক্ষার্থী বহিষ্কার, অনুপস্থিত প্রায় ৯ হাজার

ছবি : কালবেলা গ্রাফিক্স।
ছবি : কালবেলা গ্রাফিক্স।

দেশের ৮টি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত আজ বৃহস্পতিবার (১০ জুলাই) এইচএসসি পরীক্ষায় নকল ও অসদুপায় অবলম্বনের দায়ে ৯ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে পরীক্ষায় অনুপস্থিত ছিল ৮ হাজার ৯৫৬ জন শিক্ষার্থী।

এদিন বিকেলে শিক্ষা বোর্ডগুলোর পাঠানো পরীক্ষাসংক্রান্ত প্রতিবেদনের ভিত্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

এতে জানানো হয়েছে, আজ পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) ১ম পত্র, হিসাববিজ্ঞান ১ম পত্র এবং যুক্তিবিদ্যা ১ম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সারা দেশে মোট ১ হাজার ৪০৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৪ লাখ ৮৯ হাজার ৭৮৪ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে ৪ লাখ ৮৯ হাজার ৭৮৪ জন। যারমধ্যে অনুপস্থিত ছিল ১ দশমিক ৮৩ শতাংশ শিক্ষার্থী।

সারাদেশের শিক্ষা বোর্ডগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, আজকের পরীক্ষায় অনুপস্থিতির হার গড়ে ১ দশমিক ৮৩ শতাংশ।

পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন ২৯৫টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৭৫ হাজার ৮১৪ জন। এর মধ্যে অংশগ্রহণ করেছে ১ লাখ ৭৩ হাজার ২২৪ জন এবং অনুপস্থিত ছিল ২ হাজার ৫৯০ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৪৭ শতাংশ।

রাজশাহী বোর্ডের ২০৭টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৫৬ হাজার ৭০৬ জন। এর মধ্যে ৫৫ হাজার ৪৬৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং অনুপস্থিত ছিল ১ হাজার ২৪৩ জন। যার পরিমাণ ২ দশমিক ১৯ শতাংশ। নকলের দায়ে বহিষ্কার করা হয় ১ শিক্ষার্থীকে।

যশোর বোর্ডে পরীক্ষা হয় ২৪০টি কেন্দ্রে। মোট পরীক্ষার্থী ছিল ৩৯ হাজার ৫০৫ জন, অংশগ্রহণ করেন ৩৮ হাজার ৫৭১ জন, আর অনুপস্থিত ছিল ৯৩৪ জন। যার পরিমাণ মোট শিক্ষার্থীর ২ দশমিক ৩৬ শতাংশ। বহিষ্কার হয়েছে ২ শিক্ষার্থী।

চট্টগ্রাম বোর্ডে ১১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৭৩ হাজার ২৬৮ জন, অংশগ্রহণ করেন ৭১ হাজার ৯৮৮ জন এবং অনুপস্থিত ছিলেন ১ হাজার ২৮০ জন, অনুপস্থিতির হার ১ দশমিক ৭৫ শতাংশ। বহিষ্কৃত হয়েছে ২ জন পরীক্ষার্থী।

সিলেট বোর্ডের ৮৮টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৪৩ হাজার ৯৮৮ জন। পরীক্ষায় অংশ নেন ৪৩ হাজার ১৬০ জন, অনুপস্থিত ছিলেন ৮২৮ জন, অনুপস্থিতির হার ১ দশমিক ৮৮ শতাংশ।

বরিশাল বোর্ডে পরীক্ষা হয় ১৪৪টি কেন্দ্রে। মোট পরীক্ষার্থী ছিল ২৪ হাজার ৫৯ জন, অংশগ্রহণ করেছেন ২৩ হাজার ৫১৯ জন এবং অনুপস্থিত ৫৪০ জন, অনুপস্থিতির হার ২ দশমিক ২৪ শতাংশ। এখানে বহিষ্কার করা হয়েছে ১ শিক্ষার্থীকে।

দিনাজপুর বোর্ডে ২১৩টি কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৪৭ হাজার ৮৭৮ জন। অংশ নিয়েছেন ৪৬ হাজার ৯৩৪ জন, অনুপস্থিত ছিলেন ৯৪৪ জন, হার ১ দশমিক ৯৭ শতাংশ। বহিষ্কৃত হয়েছে ১ জন।

ময়মনসিংহ বোর্ডের ১০৬টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন ২৭ হাজার ৯৬৯ জন পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী ছিল ২৮ হাজার ৫৬৬ জন, অনুপস্থিত ছিলেন ৫৯৭ জন, অনুপস্থিতির হার ২ দশমিক ০৯ শতাংশ। এখানেও বহিষ্কার করা হয়েছে ২ শিক্ষার্থীকে।

উল্লেখ্য, বন্যা পরিস্থিতির কারণে আজকের পরীক্ষাটি স্থগিত করেছে কুমিল্লা শিক্ষা বোর্ড, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। ফলে এ তিন বোর্ডের আজকের পরীক্ষাসংক্রান্ত পরিসংখ্যান এই প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১০

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১১

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

১২

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

১৩

মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে : বুলু

১৪

ইসরায়েলের তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

১৫

নিরবচ্ছিন্ন পানি সরবরাহে ওয়াসাকে আহ্বান চসিক মেয়রের

১৬

স্বর্ণের দাম আবারও বাড়ল, ২২ ক্যারেট কত?

১৭

‘দেশের স্বাধীনতা ইতিহাসে এক অবিস্মরণীয় নাম জেনারেল ওসমানী’

১৮

স্পেনের বিপক্ষে ফিনালিসিমার তারিখ নিয়ে ক্ষুব্ধ স্কালোনি

১৯

ডাকসুতে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের এজিএস প্রার্থী চট্টগ্রামের জাহেদ

২০
X