আইনজীবী অন্তর্ভুক্তির লিখিত পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রাজধানীর সাতটি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বার কাউন্সিলের ওয়েবসাইটে আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে।
এর আগে গত ৩ ডিসেম্বর আইনজীবী হিসেবে সনদের অন্তর্ভুক্তির জন্য লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করে বাংলাদেশ বার কাউন্সিল। বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত চার ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। সব প্রার্থীকে অনলাইন থেকে নতুন করে প্রবেশপত্র ডাউনলোড ও রঙিন প্রিন্ট করে নিতে হবে।
গত ১৭ নভেম্বর আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির জন্য বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওইদিন রাতেই ফলাফল প্রকাশ করা হয়। এতে উত্তীর্ণ হয়েছেন ছয় হাজার ২২৯ জন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণের পর আইনজীবী তালিকাভুক্তির চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। আর উত্তীর্ণরা সংশ্লিষ্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে মামলা পরিচালনা করার সুযোগ পাবেন।
মন্তব্য করুন