কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৪, ০৩:২৬ এএম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ০৭:৫৭ এএম
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের পরীক্ষা নিয়ে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা

জাতীয় বিশ্ববিদ্যালয়। গ্রাফিক্স : কালবেলা
জাতীয় বিশ্ববিদ্যালয়। গ্রাফিক্স : কালবেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সপ্তাহের প্রায় প্রতিদিনই কোনো না কোনো কোর্সের পরীক্ষা রেখে রুটিন সাজিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে কারণে প্রতিটি পরীক্ষার মাঝে আগের মতো প্রস্তুতি নেওয়ার সময় পাবেন না শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে তারা চরম ক্ষুব্ধ। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোও সরগরম। শিক্ষার্থীদের দাবি- নতুন করে পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হোক।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২১ সালের নিয়মিত/অনিয়মিত, প্রাইভেট, গ্রেড উন্নয়ন ও সিজিপিএ, এমএ, এমএসএস, এমবিএ, এমএসসি, এম মিউজ, আইসিটি শেষ পর্বের পরীক্ষা আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ পরীক্ষা চলবে ১১ মার্চ পর্যন্ত। নির্ধারিত তারিখ ও সূচি অনুযায়ী প্রতিদিন বেলা সাড়ে ১২টায় পরীক্ষা শুরু হবে।

রুটিন বিশ্লেষণ করে দেখা গেছে, ১৮ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া মাস্টার্সের পরীক্ষা শেষ হবে আগামী ১১ মার্চ। এর মধ্যে প্রথম সপ্তাহে চারটি, দ্বিতীয় সপ্তাহে চারটি, তৃতীয় সপ্তাহে পাঁচটি এবং চতুর্থ সপ্তাহের প্রথম দুই দিনে দুটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব মিলিয়ে ২৩ দিনে শেষ হবে সব কোর্সের পরীক্ষা। বিভিন্ন কোর্সের পরীক্ষার মাঝে খুব বেশি সময় পাবেন না শিক্ষার্থীরা।

বিগত চার বছরের সূচি বিশ্লেষণ করে দেখা গেছে- প্রতি বছরই পরীক্ষার্থীরা প্রতিটি পরীক্ষার প্রস্তুতির জন্য কয়েকদিন করে ছুটি পেয়েছেন। ২০২৩ সালে অনুষ্ঠিত ২০২০ সালের পরীক্ষা হয়েছিল ১২ ফেব্রুয়ারি থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৫২ দিন, ২০১৯ সালের পরীক্ষা হয়েছে ২০২২ সালের ১০ মে থেকে ১৫ জুন ৩৭ দিন, ২০১৮ সালের পরীক্ষা হয়েছে ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি থেকে ১৫ মার্চ ৩৭ দিন, ২০১৭ সালের পরীক্ষা হয়েছে ২০১৯ সালের ২২ জুন থেকে ৫ আগস্ট ৪৫ দিন। কিন্তু আসন্ন পরীক্ষায় শিক্ষার্থীরা সেই সময় পাবেন না জেনেই ক্ষোভ জানিয়েছেন।

সদ্য প্রকাশ হওয়া পরীক্ষার রুটিন দেখে উদ্বেগ জানিয়ে টঙ্গী সরকারি কলেজের মাস্টার্সের পরীক্ষার্থী নাফিসা আতিক জানান, এক বছরের মাস্টার্স শেষ করতে ৩ বছর লাগিয়ে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। কিন্তু এখন বাংলা বিভাগের সাতটি বিষয়ের পরীক্ষা ১০ দিনেই শেষ করার রুটিন দিলো। প্রতিদিন পরীক্ষা দেওয়া আমাদের জন্য খুবই কঠিন হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সিট ভিন্ন কলেজে হয় তাই যাতায়াতেই অনেক সময় চলে যাবে। শিক্ষার্থীরা ভালো করে প্রস্তুতি নিতে না পারলে তাদের পরীক্ষা খারাপ হবে। এর দায় কে নিবে?

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের হিসাববিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী রিফাত আহমেদ বাবু বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় যেই রুটিন দিয়েছে এটা আকাশচুম্বী স্বপ্নের মতো। চার ঘণ্টা পরীক্ষা দিয়ে এসে একজন শিক্ষার্থী কখনোই পরের দিনের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবে না। তাই রুটিন পরিবর্তনের দাবি জানাচ্ছি।

যশোর সরকারি সিটি কলেজের বাংলা বিভাগের ছাত্র বায়জিদ হোসেন জানান, অনার্স পাসের পর অনেকেই চাকরিতে যোগ দেয়। তাদের পক্ষে দূর-দূরান্ত থেকে এসে প্রতিদিন চার ঘণ্টা পরীক্ষা দেওয়া সম্ভব নয়। এ ছাড়া পরীক্ষার প্রস্তুতির বিষয়টি তো আছেই। এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে পুনরায় রুটিন প্রকাশের আবেদন জানাচ্ছি।

জানতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান কালবেলাকে বলেন, আগে সপ্তাহে ৬ দিন, এমনকি রোজার মধ্যেও পরীক্ষা হতো। এখন সেটি সম্ভব নয়। আগে শনিবার বন্ধ ছিল, এখন শুক্র ও শনিবার দুইদিন বন্ধ থাকে। ৭ মার্চ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত ঈদুল ফিতরের বন্ধ থাকবে। এইচএসসি পরীক্ষা উপলক্ষে জুন মাসে আরও দেড় মাস বন্ধ রাখতে হবে। মাস্টার্সের পরীক্ষা ছাড়াও অনার্স ও ডিগ্রির কয়েকটি পরীক্ষা হবে। সূচির সময়সীমার মধ্যে পরীক্ষা নিতে না পারলে এটি চলে যাবে এপ্রিলের পরে। সেজন্যই মাস্টার্সের পরীক্ষার সময় সংকুচিত করতে হয়েছে। এর ফলে সপ্তাহে পাঁচদিনই পরীক্ষা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির নতুন ক্যাম্পেইন / ‘ইন্টেরিম রিমেম্বার, ইলেকশন ইন ডিসেম্বর’ 

তারেক রহমান সব মামলায় খালাস পাওয়ায় সন্তুষ্টি প্রকাশ ইউট্যাবের 

বিবাহবার্ষিকীতে কপাল খুলল দম্পতির, পেলেন ২৩ কোটি টাকা

ব্যবসায়ীর পিকআপভ্যান আটকে ‘চাঁদা’ নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

ঘরে ঢুকে নারীকে গলাকেটে পুকুরে ফেলল মরদেহ

সাগরে নিম্নচাপ, বৃষ্টি থাকবে আরও দুদিন

চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আবেদন করবেন যেভাবে

ট্রাম্পের পাশে থাকা মাস্ক অবশেষে সরে দাঁড়ালেন

চিফ ইঞ্জিনিয়ারের পরিকল্পনায় মোংলা বন্দরে জাহাজে ডাকাতি

আজ থেকে দেশের সব সোনার দোকান বন্ধ

১০

সকাল থেকে রাজধানীসহ বিভিন্ন স্থানে বৃষ্টি

১১

কেউ নিরাপদ থাকবে না, ইসরায়েলকে ইয়েমেনি বিদ্রোহীরা

১২

বিনা টেন্ডারে পছন্দের ঠিকাদারকে কাজ দেওয়ার অভিযোগ

১৩

সাভারে ছাত্রদলের কমিটিতে বিবাহিত ও ছাত্রলীগ কর্মী

১৪

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৫

নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার : প্রধান উপদেষ্টা

১৬

সকালে খালি পেটে এক মুঠো কাঁচা ছোলা কী কী উপকার করে

১৭

কে এই মোহাম্মদ সিনওয়ার, যাকে হত্যার দাবি করছে ইসরায়েল

১৮

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে ফিরে গেল বিএসএফ

১৯

কেমন কাটতে পারে আজকের দিন, জেনে নিন রাশিফলে

২০
X