গাজায় হামলা শুরুর আগে ইসরায়েলে কাজ করতেন অনেক সাধারণ ফিলিস্তিনি। বিশেষ করে তেল আবিবে শ্রমিক হিসেবেই কাজ করতেন তারা। কিন্তু যুদ্ধ শুরুর পর তাদের অনেকে কাজ ছেড়ে দেন, আবার অনেকে কাজ হারান। এ পরিস্থিতিতেই সুযোগসন্ধানী ২০ হাজার ভারতীয় গেছেন ইসরায়েলে।
মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে ভারতীয় পার্লামেন্টে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং এক আইনপ্রণেতার প্রশ্নের জবাবে জানান, ২০২৩ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত অন্তত ২০ হাজার শ্রমিক ইসরায়েলে গেছেন।
কীর্তি বর্ধন সিং জানান, দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এরই মধ্যে ৬ হাজার ৭৩০ জন নির্মাণ শ্রমিক এবং ৪৪ জন পরিচর্যাকারী গেছেন। এ ছাড়া, বেসরকারি চ্যানেলে আরও ৭ হাজার পরিচর্যাকারী এবং ৬ হাজার ৪০০ জন নির্মাণ শ্রমিক ইসরায়েলে পৌঁছেছেন।
জানা যায়, যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭০ হাজারেরও বেশি ফিলিস্তিনির কাজের অনুমতি বাতিল হওয়ায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট দেখা দেয়। নির্মাণশিল্পে শ্রমঘাটতির ফলে কাজ থেমে গেছে এবং খরচ বেড়েছে। সংকট মোকাবিলায় ইসরায়েলি নির্মাণশ্রমিক সংগঠন ২০২৩ সালের নভেম্বরে ইসরায়েল সরকারকে ভারতীয় শ্রমিক নিয়োগের সুপারিশ করে। ইসরায়েলে পরিচর্যা, হীরা ব্যবসা ও তথ্যপ্রযুক্তি খাতেও বহু ভারতীয় কর্মী কাজ করছেন। ২০২২ সালে ইসরায়েলে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী ছিল ভারতীয়।
বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতি ভারতের অর্থনৈতিক দুর্বলতা এবং আন্তর্জাতিক নৈতিকতার সঙ্গে দ্বন্দ্বের প্রতিচ্ছবি।
বিস্তারিত দেখুন ভিডিওতে...
মন্তব্য করুন